এই মুহূর্তে




আরিয়ান মামলায় ঘুষ দেওয়ার অপরাধে শাহরুখও অভিযুক্ত, সমীরের আবেদন সংশোধনের অনুমতি




নিজস্ব প্রতিনিধি: বুধবার চাঁদাবাজি এবং ঘুষের মামলায় সিবিআই কর্তৃক অভিযুক্ত প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়েকে তাঁর পিটিশন সংশোধন করার জন্য অনুমতি দিল বোম্বে হাইকোর্ট। এমনকী তাঁর অন্তর্বর্তী সুরক্ষা আগামী ২০ জুলাই পর্যন্ত বাড়ানো হল। মাস কয়েক ধরেই আরিয়ান খান মামলায় ২৫ কোটি ঘুষ নেওয়ার অপরাধে আলোচনায় রয়েছেন প্রাক্তন NCB-অফিসার সমীর ওয়াংখেড়ে। ঘটনার সূত্রপাত, যখন সমীর ওয়াংখেড়ে সম্পত্তির হিসাব-নিকাশ নিতে মাঠে নামেন ইনকাম ট্যাক্স দফতর। তখন থেকেই তাঁর বিরুদ্ধে উঠে আসে নানা তথ্য। এরপরেই সিবিআই আরিয়ান মামলার তদন্তে নামে। ২০২১ সালে বিলাসবহুল ক্রুজ পার্টিতে অভিযান চালিয়ে মাদক পানের অপরাধে শাহরুখ পুত্র আরিয়ান ও তাঁর কয়েকজন বন্ধুকে গ্রেপ্তার করেন সমীর ওয়াংখেড়ে। টানা ২০ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পান আরিয়ান। তবে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেননি সমীর, উল্টে আরিয়ানকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হবে এমন হুমকি দিয়ে সমীর ওয়াংখেড়ে শাহরুখের কাছ থেকে ২৫ কোটি ঘুষ নিয়েছিলেন।

এরপর মাদকবিরোধী এজেন্সি একটি বিশেষ তদন্ত দল গঠন করে মামলার তদন্ত শুরু করলে এই ঘটনা উঠে আসে। এবং অবিলম্বে সমীর ওয়াংখেড়েকে গ্রেপ্তারের দাবী তোলে সিবিআই। আর সুযোগ বুঝে নিজেকে বাঁচাতে সেই সময়ে শাহরুখের সঙ্গে করা চ্যাটের স্ক্রিনশট নিয়ে দিল্লিহাইকোর্টে পাল্টা অভিযোগ জানান সমীর ওয়াংখেড়ে।জানান, মিথ্যে ভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। চ্যাটের মধ্যে শাহরুখের সঙ্গে তাঁর চ্যাটের বিস্তারিত ছিল, যেখানে লেখা ছিল, শাহরুখ রীতিমতো তাঁর কাছে ছেলেকে ছেড়ে দেওয়ার জন্যে অনুনয় বিনয় করেন। কিন্তু সমীরের সাজানো ঘটনা একেবারেই ধোপে টেকেনি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সমীরের পাশাপাশি আরও চারজন অভিযুক্তকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। এবার সমীর নিজেকে নির্দোষ প্রমাণের জন্যে পাল্টা আবেদনের সংশোধনের জন্যে অনুরোধ জানিয়েছিলেন হাইকোর্টে। এবার আদালত সমীরকে সেই অনুমতি দিলেন। এই বছরের মে মাসে, ওয়াংখেড়ে মামলাটি বাতিল করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তাঁকে গ্রেপ্তার থেকে নিষ্পত্তি মিলতে অন্তর্বর্তী সুরক্ষাও চেয়েছিলেন।

সেইমতো হাইকোর্ট ওয়াংখেড়েকে যে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে। গতকাল অর্থাৎ বুধবার, ওয়াংখেড়ের আইনজীবী আবাদ পোন্ডা, রিজওয়ান বণিক এবং স্নেহা সানাপ, মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা 7, 7A এবং 8 সম্পর্কিত আরও কিছু কারণগুলি অন্তর্ভুক্ত করার জন্য আবেদনটি সংশোধন করার অনুমতি চেয়েছিলেন আদালতে। এই ধারাগুলির অধীনে বলা হয়েছে, যে ব্যক্তি একজন সরকারী কর্মচারীকে প্ররোচিত করার জন্য এবং অযাচিত সুবিধা লাভের জন্য ঘুষ দিয়েছিল তাঁকেও এই মামলায় অভিযুক্ত করা হবে। আর সবটাই সমীরের করা আবেদনে নথিভুক্ত করা হবে বলে আবেদন করেছিলেন সমীরের আইনজীবী। অর্থাৎ শাহরুখও অভিযুক্ত হবেন। এরপর বিচারপতি এএস গড়করি এবং এসজি ডিজের একটি ডিভিশন বেঞ্চ ওয়াংখেড়েকে আবেদনটি সংশোধন করার অনুমতি দিয়েছে। সঙ্গে বলা হয়েছে, আর কোনও সংশোধনের অনুমতি দেওয়া হবে না। বেঞ্চ ২০ জুলাই পর্যন্ত পরবর্তী শুনানির দিনক্ষণ জানিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘তেল মশলা যুক্ত ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

বাগদানের ৬ মাস পর বিয়ে ভাঙলেন ‘বামন’ গায়ক আব্দু রোজিক, কারণ কী?

পুত্র ও কন্যাকে নিয়ে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ উদযাপন পরীমণির

শিখ অনুভূতিতে আঘাত, কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ফের সমস্যায়, নোটিশ পাঠাল চণ্ডীগড় আদালত

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন গ্র্যামি-জয়ী আমেরিকান গায়ক চার্লি পাথ

‘আমার শোয়ের টিকিট কেনা মধ্যবিত্তের সাধ্যের বাইরে’, বিতর্কে মুখ খুললেন দিলজিৎ দোসঞ্জ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর