33ºc, Clouds
Saturday, 21st May, 2022 8:12 am
নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই দক্ষিণী সুপারস্টার মহেশ ভাটের বিতর্কিত মন্তব্য নিয়ে বলিউড জেরবার। বলিউডকে নিয়ে তিনি যে ধরনের মন্তব্য করেছেন তা বলিউডের কাছে সত্যই অসম্মানজনক। তাঁর ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের দিন মহেশ বাবু বলিউড প্রসঙ্গে বলেছিলেন, ‘বলিউড তাঁকে সামর্থ্য করতে পারবে না, তিনি অনেক হিন্দি ছবির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি যে পরিমাণ পারিশ্রমিক নেন, দেওয়ার ক্ষমতা বলিউডের নেই। তাই তিনি দক্ষিণী ছবিতেই সম্মানের সহিত অভিনয় চালিয়ে যাবেন।
SRK explains why he never entertained the idea of working in Hollywood. @iamsrk at the Berlinale 2008 press conference, Berlin, Germany pic.twitter.com/MR3DprkMCV
— srk1000faces – Fan Account 🇩🇪 (@srk1000faces) May 11, 2022
এই ইন্ডাস্ট্রি ছেড়ে তিনি কোথাও যেতে চান না। এখানেই সন্মানের সঙ্গে গোটা জীবন অতিবাহিত করে যাবেন তিনি।’ আর তাঁর এই মন্তব্য ঘিরে গোটা ইন্টারনেট তোলপাড় হয়ে যায়। কেউ কেউ আবার মহেশ বাবুর বিরুদ্ধে প্রশ্ন রাখেন যে, তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতে কত পারিশ্রমিক পান। মোটামুটি ৩০ থেকে ৪০ কোটি টাকা তিনি একেকটি ছবি পিছু দাবি করেন। মহেশের এই মন্তব্যের নিরিখে বলিউডের জনপ্রিয় নির্মাতা মহেশ ভাট বলেন যে, মহেশ বাবুর কথায় কোনো দোষ নেই, একটা মানুষের নিজস্ব অভিমত থাকতেই পারে, তাই হিন্দি ছবিতে কাজ করা নিয়ে তাঁর ব্যক্তিগত অভিমত জানিয়েছেন এতে দোষের কিছু নেই।
এবার এই ভিডিওর সমকামী শাহরুখের আরেকটি ভিডিও ভাইরাল হল।সম্প্রতি শাহরুখ খানের একটি পুরানো ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, শাহরুখ নিজেই জানিয়েছিলেন, হলিউডে ডেবিউ করার কোনরকম পরিকল্পনা নেই তাঁর কখনো। কারণ হিসেবে তিনি বলেছেন, “আমার ইংরেজি ভালো নয়, যদি তাঁরা আমাকে একজন বোবা ব্যক্তির ভূমিকায় অভিনয় করতে বলেন তাহলে, আমি করতে পারি। এছাড়া আমি কোনো দামী মানুষ নই, সামান্য নাম-ডাক হয়েছে আমার। অভিনেতা হিসাবে আমার কোনও বিশেষ ইউএসপি নেই। আমি কুংফু জানি না, আমি ল্যাটিন সালসা নাচতেও পারি না, এছাড়া আমি অভিনেতা হিসেবে যথেষ্ট লম্বাও নই। আমি মনে করি পশ্চিমা বিশ্বে আমার জন্য কোনও জায়গা নেই কারণ আমি মনে করি না যে আমি প্রতিভাবান।”
তবে শাহরুখের এই মন্তব্যে হলিউডকে নিয়ে কোনও অপমানজনক বিষয় নেই। কিন্তু এর সঙ্গে মহেশ বাবুর মন্তব্যের কোনো মিল নেই। সম্প্রতি, শাহরুখ খান রাজকুমার হিরানির নতুন ছবি ‘ডানকি’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এছাড়াও, অভিনেতাকে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে অ্যাকশন বিনোদনমূলক ছবি ‘পাঠান’-এও দেখা যাবে। এছাড়া দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গেও তিনি পরবর্তী ছবিতে সাইন করেছেন।