এই মুহূর্তে




‘Singh is king 2’-এর নায়ক হবেন রণবীর, কিন্তু অক্ষয়ের সম্মতি ছাড়া তৈরি করা যাবে না ছবি




নিজস্ব প্রতিনিধি: বলিউডে এখন সিকুয়াল ট্রেন্ডিং চলছে। ‘ধামাল’, ‘নো এন্ট্রি’, ‘হাউসফুল’, ‘ফের হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘ওয়েলকাম’-সহ একাধিক ব্লকবাস্টার ছবির সিকুয়াল রয়েছে লাইনে। আর বেশিরভাগ ছবিই বলিউড খিলাড়ি কুমার অক্ষয় কুমারের ছবি। ‘ভাগম ভাগ’, ‘হাউসফুল’, ‘ফের হেরা ফেরি’, ‘ওয়েলকাম’-সহ এই ব্লকবাস্টার ছবিগুলি অক্ষয় কুমারকে ছাড়া ভাবাই যায়না। যদিও ইদানিং অভিনেতার ব্যর্থতার কাতারে ডুবে রয়েছেন। তবুও হার মানার পাত্র তিনি নন। এবার সিকুয়াল তালিকায় যোগ হচ্ছে, অক্ষয় কুমারের আরও একটি ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সিং ইজ কিং’। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের আইকনিক কমেডি চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম ‘সিং ইজ কিং’। ছবিতে অক্ষয়ের চরিত্রের নাম ছিল হ্যাপি সিং, যা প্রেক্ষাগৃহে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। শুধু ছবির কমেডি নয়, ছবিতে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। ছবির গান ও সংলাপ গুলি আজও দর্শকদের চোখে তাজা।

যাই হোক, সম্প্রতি খবরে এসেছে, ‘সিং ইজ কিং 2’ তৈরি হতে চলেছে, যা ভক্তদের উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে শোনা যাচ্ছে, সিকুয়ালে অক্ষয় কুমারকে দেখা যাবে না। তার জায়গায় প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর সিং বা দিলজিৎ দোসঞ্জ। কিন্তু এখন শোনা যাচ্ছে, ‘সিং ইজ কিং 2’-এ অক্ষয় কুমার ছাড়া বা তাঁর সম্মতি ছাড়া অন্য কেউ নায়ক হতে পারবেন না। সম্প্রতি প্রযোজক শৈলেন্দ্র সিং ঘোষণা করেছিলেন যে, তিনি ‘সিং ইজ কিং’-এর সিক্যুয়াল তৈরি করতে চলেছেন এবং অক্ষয় কুমারের জায়গায় রণবীর সিং বা দিলজিৎ দোসাঞ্জকে কাস্ট করবেন। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই ভক্তরা হতাশ হয়ে পড়েন। কিন্তু এখন শোনা যাচ্ছে, অক্ষয় কুমার ছাড়া বা তাঁর অনুমতি ছাড়া এই ছবি করা যাবেনা। একটি প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয়ের জায়গায় অন্য কাউকে কাস্ট করা সম্ভব নয়। কারণ ‘সিং ইজ কিং’-এর ৫০% আইপি অধিকার অক্ষয় কুমারের কাছে রয়েছে। কেউ যদি এর ‘পার্ট 2’ বানাতে চান, তাহলে তাদের অক্ষয়ের সঙ্গেই ছবি বানাতে হবে বা তার কাছ থেকে এনওসি নিতে হবে।

অক্ষয় এবং তার দল ‘সিং ইজ কিং’-এর অধিকার ছেড়ে দিতে রাজি নন। তবে ‘সিং ইজ কিং 2’-এর স্ক্রিপ্ট দুর্দান্ত না হলে এই অক্ষয় ছবিতে অভিনয় করবেন না। অক্ষয়ের আইনি দলের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, ‘সিং ইজ কিং’-এর অধিকার রয়েছে একমাত্র অক্ষয়ের কাছে, শিরোনাম এবং অন্য সবকিছুর ৫০% শেয়ারহোল্ডার তাঁর কাছে রয়েছে। তাই তাকে ছাড়া এর সিক্যুয়াল বা ফ্র্যাঞ্চাইজি তৈরি করা যাবে না। তাই প্রযোজক শৈলেন্দ্র সিংয়ের ‘সিং ইজ কিং’ ফ্র্যাঞ্চাইজি করার অধিকার নেই। উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিং ইজ ব্লিং’ ‘সিং ইজ কিং’-এর সিক্যুয়েল ছিল না, অক্ষয় নিজেই জানিয়েছিলেন যে, পরিচালক প্রভু দেবার এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন প্রজেক্টে তৈরি এবং ‘সিং ইজ কিং’-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। মজার ব্যাপার হল, অক্ষয় কুমারও ‘সিং ইজ কিং’-এর সহ-প্রযোজক ছিলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুধু বিক্রান্ত ম্যাসি নয়, কেরিয়ারের শীর্ষে পৌঁছে অভিনয়কে বিদায় জানিয়েছেন এঁরাও….

মুম্বইতে মেলেনি বড় সুযোগ, তাই কী বাংলা ধারাবাহিকে কামব্যাক ঊষসীর? উত্তর দিলেন নায়িকা

ভোপালের সরকারি শুটিং প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী ১৭ বছর বয়সী ছাত্র

পরনে লাল টুকটুকে শাড়ি, বিয়ের আগে ‘পেল্লি কুথুরু’ সম্পন্ন শোভিতা ধুলিপালার

‘আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে’, রিলিজ হল ‘খাদান’-এর প্রি-ট্রেলার

মুক্তির আগেই ভবিষ্যদ্বাণী, প্রথমদিনেই বিশ্বব্যাপী ২৭৫ কোটি আয় করবে ‘পুষ্পা 2’

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর