এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিদি নং 1-এ যাচ্ছেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী, শোনাবেন জীবন কাহিনী, কিন্তু এখানেও ট্রোল

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার দৌলতে এই মুহূর্তে বাংলার খ্যাতির শীর্ষে রয়েছেন ডালহৌসির অফিস পাড়ার ‘স্মার্ট দিদি’ নন্দিনী গঙ্গোপাধ্যায়। যিনি এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে রাজ করছেন। বাংলার আনাচে-কানাচে এখন একটাই নাম স্মার্ট দিদি, কিউট দিদি। যাঁর এখন পরিচয় যেকোনও সেলিব্রিটির থেকেও কম নয়। আজকাল নিজেকে খ্যাত করার জন্যে সোশ্যাল মিডিয়াই মুখ্য অস্ত্র। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কে যে, ভাইরাল হয়েছেন তা বলাই বাহুল্য! রানু মণ্ডল থেকে হিরো আলম, চাঁদমণি, কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকর ইত্যাদি। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এঁদের যেমন শীর্ষে পৌঁছতে বেশি খাটনি করতে হয়নি, তেমনি মাটিতে আঁছরে পড়তেও খুব সময় লাগেনি। এখন নেটপাড়ার একেবারে রাণি নন্দিনী গঙ্গোপাধ্যায়।

ডালহৌসির অফিসপাড়ায় তিনি একটি ছোট্ট ভাতের হোটেল চালান। যেখানে সবরকম বাঙালদের তৈরি রান্না পাওয়া যায়। নন্দিনীর বিখ্যাত সংলাপও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ‘কম খরচে বাঙালদের হাতে বাঙালি রান্না খেতে হলে আসতে হবে’। আসলে মেয়েটি যথেষ্ট শিক্ষিতা, সুন্দরী। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। চাকরি সূত্রে তিনি থাকতেন গুজরাতে। কিন্তু করোনার সময়ে কলকাতায় এসে আর ফেরৎ যাননি তিনি। তাঁর কথায়, পারিবারিক ব্যবসার হাল ধরতে এবং বাবার পাশে দাঁড়ানোর জন্যে আর ফিরতে পারেননি চাকরিতে। বাবা চক্রধারীবাবু বাধ্য হয়েই অফিস পাড়ায় এক চিলতে দোকান খোলেন। স্বামী-স্ত্রী মিলে সংসার সামলাচ্ছিলেন। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়ে পনেরো দিনের ছুটিতে কলকাতায় ফিরে মাসমাইনের চাকরি ছেড়ে দেন। তাই এখন নিজের হাতে পাকা হোটেল ম্যানেজারের মতো ছোট্ট হোটেল সামলাচ্ছেন তিনি। নিজের হাতেই রান্না করেন নন্দিনী দেবী। তাঁর সুন্দর হাসি ব্যবহার খুব তাড়াতাড়ি তাঁকে ভাইরাল করে দিল।

যদিও প্রতিদিনই হাজার হাজার ইউটিউবার নিজেকে ভাইরাল করার জন্যে নন্দিনীর দোকানে গিয়ে ভিড় জমান। নন্দিনী দি-কে নিয়ে ভ্লগ বানিয়েই তাঁকে ভাইরাল করে দিয়েছেন সবাই। তবে কিছুদিন ধরেই জানা যাচ্ছে, খুব শীঘ্রই বাংলার বিখ্যাত শো ‘দিদি নং ওয়ান’-এ যাবেন তিনি। কিন্তু কবে? অপেক্ষার অবসান। ফেসবুক বা ইউটিউবের ফুড ব্লগে ‘স্মার্ট দিদি’-কে বহুবার অপনারা দেখেছেন ধোঁয়া ওঠা গরম ভাত, সঙ্গে বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডাল, মাঝের টুকরো পরিবেশন করছে সে। সেই নন্দিনীর গল্পই এবার শুনতে পাবেন দিদি নম্বর ১-এর মঞ্চে। ছাপোষা ভাতের হোটেল চালিয়েই তিনি এখন সোশ্যাল সেনসেশন। নন্দনীর ভালো নাম মমতা গঙ্গোপাধ্যায়। জিন্স টপেই দেখা মেলে তাঁকে। গলায় একটা ব্লু টুথ হেডফোন। নন্দিনীর এই চেহারার সঙ্গেই পরিচিত সবাই। এবার দিদি নং ওয়ান-এ শাড়ি এবং পর্যাপ্ত মেকআপে দেখা মিলল তাঁর।

তাঁর দোকানে পাওয়া যায়, ভেজ থালি ২০, দু রকম ভাজা নিলে ৪০, চারা পোনা মাছভাত ৭০, রুই নিলে ৮০, চিকেন নিলে ১০০ আর মটন ২০০। এবার তিনি আসবেন বাংলার জনপ্রিয় শো দিদি নম্বর ১-এর মঞ্চে। খেলবেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সঙ্গে তুলে ধরবেন তাঁর জীবন যুদ্ধের কথা। তবে কটাক্ষ করতেও কেউ ছাড়লেন না। জি বাংলার তরফে শেয়ার করা প্রোমো-তে নেট-নাগরিকদের মধ্যে কেউ কেউ লিখেছেন, ‘ব্যস এরপর ঝুরি ঝুরি মিথ্যে কথা বলবে।’ আরেকজন লিখলেন, ‘এই মেয়েটাকে দেখলেই আজকাল বিরক্ত লাগে। দিদি নম্বর ১-এ আসাটাই বাকি ছিল।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের ‘ওয়াইনারি’ মামলার নয়া মোড়

তৃতীয় দফায় ধনী প্রার্থী ১,৩৬১ কোটির মালিক, গরিব প্রার্থীর সম্বল মাত্র ১০০ টাকা

দিদির বিয়েতে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢোলে পড়ল কিশোরী

ব্র্যান্ড প্রমোশনে গিয়ে একজনকে রাস্তায় ফেলে পেটান লারা, ভয়ে শিউরে ওঠেন অক্ষয়

‘আমি তাঁর নামটা জানতে চাই’, শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে বিস্ফোরক শবনম বুবলী

তৃতীয় দফার ভোটে লড়াইয়ে নামা ১৮ শতাংশ প্রার্থীই ‘দাগি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর