এই মুহূর্তে




হিংস্র সোনাক্ষী, নর রক্ত খাচ্ছেন, হঠাৎ এমন রুদ্রমূর্তি কেন অভিনেত্রীর?

নিজস্ব প্রতিনিধি: সোনাক্ষী সিনহা, বলিউডের দুষ্টু-মিষ্টি একজন নায়িকা। সলমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘দাবাং’ দিয়ে বলিউডে অভিষেক করেন তিনি। যদিও বর্তমানে তিনি ছবির সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন। বিয়ের পর থেকে স্বামী জাহির ইকবালকে নিয়েই সুখী সংসার তাঁর। তবে বর্তমানে অভিনেত্রী তাঁর গর্ভাবস্থার জন্যে খবরে রয়েছেন। অনেকেই দাবি করছেন, অভিনেত্রী মা হতে চলেছেন। কিন্তু বিষয়টি মজার ছলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর স্বামী জাহির ইকবাল। দিন দুয়েক আগে রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে স্বামীর সঙ্গে হাজির ছিলেন সোনাক্ষী। সেখানেই পাপারিজ্জিদের ক্যামেরায় পোজ দেওয়ার সময় অভিনেত্রীর পেটে হাত দিয়ে জাহির বলেন, ‘সাবধানে যাও, তুমি গর্ভবতী’। যদিও ইকবাল পরে বিষয়টিকে মজা বলে দাবি করে ছিলেন। কিন্তু এখনও গুজব চলছে যে, মা হতে চলেছেন সোনাক্ষী।

এই আবহে মুক্তি পেল সোনাক্ষীর পরবর্তী ছবি ‘জটাধারা’-এর ট্রেলার। যেখানে অভিনেত্রী তেলেগু সুপারস্টার সুধীর বাবু পোশানির সঙ্গে জুটি বেঁধেছেন। আর এই ছবির মাধ্যমেই তেলেগু সিনেমায় অভিষেক করছেন সোনাক্ষী সিনহা। শুক্রবার ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, ছবিটি ভৌতিক প্রেক্ষাপটে নির্মিত। যার মূল চরিত্র সুধীর বাবু। ট্রেলারে সোনাক্ষীর লুক মনোমুগ্ধকর। সোনার গয়না, গাঢ় কোহল-রিম করা চোখ দেখে আপনিও ভয় পেতে বাধ্য। ট্রেলারে সুধীর এবং সোনাক্ষীর মধ্যে তীব্র লড়াই দেখানো হয়েছে। ভেঙ্কট কল্যাণ এবং অভিষেক জয়সওয়াল পরিচালিত ‘জটাধারা’ অ্যাকশন এবং সাসপেন্সে ভরপুর একটি ছবি হতে চলেছে। ছবিতে আরও অভিনয় করছেন দিব্যা খোসলা, শিল্পা শিরোদকর। ‘জটাধারা’ মুলত কালা জাদু বিষয়টিকে মাথায় রেখে তৈরি। যেটি কেবল একটি আচার-অনুষ্ঠান নয় বরং একটি বিপজ্জনক অস্ত্র যা মানুষের নিয়ন্ত্রণের বাইরের শক্তিকে মুক্ত করে।

 

ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ‘জটাধারা’ সম্পর্কে প্রযোজক শিবিন নারাং বলেছেন, “জটাধারা কেবল একটি অতিপ্রাকৃত থ্রিলার নয়। এটি আমাদের সাংস্কৃতিক শিকড়ের গভীরে একটি যাত্রা, যেখানে মিথগুলি নিঃশ্বাস নেয় এবং অন্ধকার শোনে। আমি এমন একটি পৃথিবী তৈরি করার চেষ্টা করেছি যেখানে প্রতিটি আচার-অনুষ্ঠান শক্তি ধারণ করে এবং প্রতিটি কিংবদন্তির একটি মূল্য থাকে।” প্রধান অভিনেতা সুধীর বাবু বলেন, “এটি আমার কেরিয়ারের সবচেয়ে তীব্র এবং চ্যালেঞ্জিং চরিত্রগুলির মধ্যে একটি। গল্পের গভীরতা এবং শক্তি এমন কিছু যা আমি আগে কখনও অনুভব করিনি।” ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, সোনাক্ষী সিনহা বলেছেন, “জটাধারাকে বিশেষ করে তুলেছে যেটি সেটি হল অতিপ্রাকৃতের sikhe মানুষের আবেগের মিশ্রণ। এখানে ভয় কেবল বাহ্যিক নয়, বরং গভীরভাবে প্রভাবিত করে, গল্প শেষ হওয়ার পরেও তা থেকে যায়।” ‘জটাধারা’ আগামী ৭ নভেম্বর হিন্দি এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিচ্ছেদের যন্ত্রণা ভুলে গোপনে বিয়ে করে ফেললেন নাকি রণবীর? খুঁজে বের করল ভক্তরা

রূপোর তোড়া থেকে বেনারসি শাড়ি! এ বছর কোন কোন তারকার উপহারে সাজবেন নৈহাটির ‘বড় মা’?

দুধ দিয়ে স্নান করে রিয়ামণিকে তালাক, এবার কি চতুর্থ বিয়ের পিঁড়িতে হিরো আলম?

‘চরম প্রাপ্তি’, ধনতেরাস মাকে সোনার চেইন-লকেট উপহার দিতে পেরে ‘খুশি’ রশ্মিকা

দীপাবলির মুখে অন্ধকার গৌতম ঘোষের অন্দরমহল, প্রয়াত পরিচালকের স্ত্রী, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

৩৫ লাখের সোনা, বিলাসবহুল গাড়ির মালিক! রাজনীতিতে যোগ দিয়েই ফাঁস খেসারি লালের সম্পত্তির হিসেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ