এই মুহূর্তে




জল্পনায় শিলমোহর! সেপ্টেম্বরেই মা-বাবা হচ্ছেন দীপিকা-রণবীর




নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনায় শিলমোহর দিলেন গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (DEEPIKA PADUKONE)! বিয়ের ৬ বছর পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং(RANVEER SINGH)। বলিউডে এখন খুশির মরসুম। মা হওয়ার তালিকায় রয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম থেকে রিচা চাড্ডা, বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল প্রমুখ। বছর দুয়েকের মধ্যে বলিউডের একাধিক অভিনেত্রী মা হয়েছেন। যে তালিকায় রয়েছেন, আলিয়া ভাট, কাজল আগরওয়াল, সোনম কাপুর, স্বরা ভাস্কর, রুবিনা ডিলাইক-সহ একাধিক পাওয়ারফুল তারকা। এমনকী গত ১৫ ফেব্রুয়ারি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার সুখবর দিয়েছেন দেশের আরেক পাওয়ারফুল তারকা দম্পতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। মেয়ে ভামিকার ৩ বছরের মধ্যে পুত্র আকয়কে স্বাগত জানিয়েছেন তারকা দম্পতি। সুতরাং বাকি ছিল শুধুমাত্র দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাঁরা কবে বাবা-মা হচ্ছেন, সেটা জানতেই উন্মুখ ছিলেন দেশবাসী।

২০১৮ সালে ইটালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সারেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। দেখতে দেখতে তাঁদের বিবাহিত জীবনের ৬ বছর কেটে গিয়েছে। মাঝে অনেকবার তাঁদের বিচ্ছেদের জল্পনাও ভাইরাল হয়েছিল। এমনকি সদ্য শেষ হওয়া কফি উইথ করণ ৮-এ রণবীরকে ধোকা দেওয়ার মনোভাব ছিল দীপিকার, দীপিকার এমন বিস্ফোরক স্বীকারোক্তিতে গোটা দেশে রীতিমতো তোলপাড় পড়ে যায়। কিন্তু এত কিছু সত্ত্বেও বরাবরই তাঁরা প্রমাণ করেছে যে, তাঁরা সুখী দম্পতি। দিন কয়েক আগেই BAFTA মঞ্চে ভারতীয় প্রতিনিধি হিসেবে উপস্থাপনা করেছেন দীপিকা। সব্যসাচীর ডিজাইনে তৈরি রাজকীয় শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। তখনই অভিনেত্রীর শাড়ির ফাঁক দিয়ে ফুটে ওঠে তাঁর বেবি বাম্প, এরপর মুম্বই এয়ারপোর্টেও নায়িকার পোশাকে ফাঁকে স্পষ্ট হয় বেবি বাম্প। জল্পনা ওঠে যে, ৫ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। আসলে রণবীর-দীপিকা দুজনেই বলিউডের প্রথম সারির অভিনেতা এবং অভিনেত্রী। যদিও দীপিকা এখন গ্লোবাল স্টারও বটে। তাই কাজের জন্যেই এতদিন তাঁরা পরিবার এগোনোর পরিকল্পনা করেননি।কিন্তু সম্প্রতি প্রেগনেন্সির আভ্স দিয়ে অভিনেত্রী একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন যে, খুব শীঘ্রই তাঁরা পরিবার বাড়ানোর পরিকল্পনা করবেন। সেই খবর যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা কে ভেবেছিল!

 

কিন্তু তখন গুজবে কোনরকম সাড়া দেননি তারকা দম্পতি কেউই। অবশেষে বৃহস্পতিবার সকালেই অভিনেত্রী নিজেই দিলেন সুখবর। তবে অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে তেমন কিছুই লেখা ছিল না। শুধুমাত্র বাচ্চাদের জামা-কাপড়, জুতো ইত্যাদির ছবি ছিল, আর লেখা ছিল সেপ্টেম্বর। অর্থাৎ আগামী সেপ্টেম্বরেই মা হবেন অভিনেত্রী। ক্যাপশনেও লেখা ছিল না কিছুই। একই পোস্ট অভিনেত্রী তাঁর স্বামী রণবীর সিং-কেও ট্যাগ করেছেন। পোস্টটি প্রকাশ্যে আসা মাত্রই অভিনেত্রীর সহকর্মী থেকে অনুরাগীরা সবাই অভিনন্দনে ভরাচ্ছেন। কৃতি স্যানন থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান, রকুল প্রীত সিং, প্রিয়াঙ্কা চোপড়া একাধিক সেলিব্রিটিরা অভিনন্দন জানাচ্ছেন দীপিকাকে।অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল হৃতিক রোশনের সঙ্গে ফাইটারে। এরপর তাঁকে প্রভাসের সঙ্গে কল্কিতে দেখা যাবে। যেতো আগামী এপ্রিলে বিশ্বব্যাপী মোট ৫ টা ভাষায় মুক্তি পাবে। এছাড়াও তাঁকে রোহিত শেঠির বিগেস্ট ছবি ‘সিংহম আগেইন’ এও দেখা যাবে। যেখানে অভিনেত্রীর স্বামী রণবীর সিং, অজয় দেবগন, করিনা কাপুর, অর্জুন কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফকেও দেখা যাবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘তেল মশলা যুক্ত ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

বাগদানের ৬ মাস পর বিয়ে ভাঙলেন ‘বামন’ গায়ক আব্দু রোজিক, কারণ কী?

পুত্র ও কন্যাকে নিয়ে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ উদযাপন পরীমণির

শিখ অনুভূতিতে আঘাত, কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ফের সমস্যায়, নোটিশ পাঠাল চণ্ডীগড় আদালত

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন গ্র্যামি-জয়ী আমেরিকান গায়ক চার্লি পাথ

‘আমার শোয়ের টিকিট কেনা মধ্যবিত্তের সাধ্যের বাইরে’, বিতর্কে মুখ খুললেন দিলজিৎ দোসঞ্জ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর