এই মুহূর্তে




সমাজমাধ্যমে ভাইরাল কার্তিক আরিয়ানের নায়িকা শ্রীলীলার স্নানাগারের ‘সেলফি’, কি বললেন দক্ষিণী অভিনেত্রী?

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের গোপনীয়তা এবং অনলাইন নীতিশাস্ত্র নিয়ে বিতর্ক চলছেই। আজকাল প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, সেলিব্রিটিদের জন্য তত বেশি বিপজ্জনক হয়ে উঠছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অশ্লীল ছবি বানানো কোনও ব্যাপারই নয়। বেশিরভাগ ক্ষেত্রে, অভিনেত্রীদেরই AI-এর পাপেট বানানো হয়। এর আগে আলিয়া ভাট, রশ্মিকা মান্দান্না, কাজল, রানি মুখোপাধ্যায়-সহ একাধিক অভিনেত্রীর ডিপফেক ছবি ভাইরাল হয়ে ছিল। এছাড়া AI-উৎপাদিত পর্নোগ্রাফিক ছবিও ভাইরাল হচ্ছে, যেখানে বিশিষ্ট সেলিব্রিটির মুখ বসানো। এবার নোংরা AI ছবির খপ্পরে পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা।

যিনি শীঘ্রই কার্তিক আরিয়ানের সঙ্গে ‘আশিকি 3′ দিয়ে বলিউডে অভিষেক করতে চলেছেন। হ্যাঁ, সম্প্রতি শ্রীলীলার বেশকিছু অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁর বাথরুমে স্নান করার ছবিও রয়েছে। আর লোকজন সেই ছবিগুলি সত্যিই ভেবেই অভিনেত্রীর সমালোচনা করতে শুরু করেছেন। আর তাতেই আতঙ্কিত অভিনেত্রী। দাবি করেছেন, এই ছবিগুলি তাঁর নয়। তাঁর ছবি নিয়ে অপব্যবহার করা হচ্ছে। বুধবার, নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে শ্রীলীলা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমি আপনাদের সকলের সামনে হাতজোড় করে বলছি এবং প্রতিটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে অনুরোধ করছি যে, তারা যেন আমার কোনও ধরণের কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিকে বিশ্বাস না করেন। ব্যবহার ও অপব্যবহারের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। প্রযুক্তি যদি এগিয়ে যাচ্ছে, মানুষ জীবনকে সহজ করার জন্য, বিপথে যাচ্ছেন। পৃথিবীর প্রতিটি নারী কারও না কারও মেয়ে, নাতনি, বোন, বন্ধু, অথবা সঙ্গী, অভিনেত্রীরা ও তাই। আমরা মানুষেকে বিনোদন দিই। তাদের মধ্যে সুখ ছড়িয়ে দিই। আমরা আত্মবিশ্বাসী যে, আমরা যে পরিবেশে বাস করি তা আমাদের জন্য নিরাপদ।’

এরপর তিনি AI-এর নিন্দা করে বলেন, অনলাইনে অনেক কিছু ঘটছে. আমি সবকিছুই জানি, কিন্তু মাঝে মাঝে, আমার ব্যস্ত সময়সূচীর কারণে, আমি জিনিসগুলি দেখতে পাই না। যাইহোক, আমি আমার বন্ধুদের এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই এই বিষয়গুলি আমার নজরে আনার জন্য। আমি সবসময় সাবধানে থাকি। আমার নিজের জগতে আমার জীবনযাপন করেছি। কিন্তু এটা আমার জন্য খুবই হতাশাজনক। আমার কিছু বন্ধুও এই ঘটনার সঙ্গে লড়াই করছে। মর্যাদার সঙ্গে, আমি আমার দর্শকদের উপর আস্থা রাখছি। আমি আপনাদের পাশে আছি।’ ডিপফেক ছবি ভাইরাল হওয়ার সময় রশ্মিকার সমর্থনে প্রথমে এগিয়েছিলেন শ্রীলীলা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ের ১ বছরের মধ্যে মা হতে চলেছেন শোভিতা ধুলিপালা, কবে ভূমিষ্ঠ হচ্ছে নাগার সন্তান?

‘মৃত্যুঘোষণা করলেই, মরে যাওয়ার চেষ্টা করব’, হাসপাতাল থেকে ফিরেই নচিকেতার কণ্ঠে অভিমানী সুর

৬০ কোটি প্রতারণায় শিল্পা‌ শেট্টি-রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা

‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্য, আলিবাগের বাংলোয় চুপিচুপি বাস্তু পুজো সারলেন অক্ষয় খান্না

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লখনউয়ে নামার আগে ‘ধুরন্ধর’ দেখলেন গম্ভীর-গিলরা

মুসলিম তরুণী চিকি‍ৎসকের হিজাব টেনে খুললেন নীতীশ, ‘নব্য’ দুর্যোধনের বিরুদ্ধে গর্জে উঠলেন দঙ্গল কন্যা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ