এই মুহূর্তে

মুক্তির পঞ্চম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘বর্ডার ২’, তবুও ছবির আয় ছাড়াল ২০০ কোটি

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলছে ‘বর্ডার ২’। ছবি নিয়ে একাধিক বিতর্কের পরেও ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছে দর্শকরা। সবকটি তরুণ নায়কের প্রশংসায় পঞ্চমুখ ভক্তকূল। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত দেশাত্মবোধক ব্লকবাস্টার হিট ‘বর্ডার’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘বর্ডার ২’। তাই এই ছবির ঘোষণার পর থেকেই ছবির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। তারই ফল মিলছে বক্সঅফিসে। অনুরাগ সিংহের ‘বর্ডার ২’, বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা অব্যাহত রেখেছে। তবে ৪ দিন ব্যাপী বক্সঅফিসে ঝড় তোলার পর মুক্তির পঞ্চম দিনেও ছবিটির আয় প্রত্যাশিতভাবে কমেছে।

স্যাকনিল্কের মতে, পঞ্চম দিনে (মঙ্গলবার, ২৭ জানুয়ারী) সকল ভাষায় ‘বর্ডার ২’ প্রায় ১৯.৫০ কোটি টাকা আয় করেছে। সুতরাং ছবিটির মোট আয় এখন দাঁড়িয়েছে ১৯৬.৫০ কোটি টাকা, ২০০ কোটি টাকা আয়ের খুব কাছাকাছি। ছবিটি সমালোচক ও দর্শক দের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। যা ছবিটিকে উদ্বোধনী সপ্তাহান্তে ভাল ব্যবসা করতে সাহায্য করেছে। ছবিটি প্রথম সোমবারে দুর্দান্ত রেকর্ড করেছে বক্সঅফিসে। একদিনেই ৬০ কোটি টাকা আয় করেছিল। ‘বর্ডার ২’ প্রথম দিন (শুক্রবার): ৩০ কোটি টাকা, দ্বিতীয় দিন (শনিবার): ৩৬.৫ কোটি টাকা, তৃতীয় দিন (রবিবার): ৫৪.৫ কোটি টাকা এবং চতুর্থ দিনে (সোমবার – প্রজাতন্ত্র দিবস): ৫৯ কোটি টাকা এবং পঞ্চম দিনে (মঙ্গলবার) ১৯.৫ কোটি টাকা আয় করেছে। চতুর্থ দিন শেষে ১৮০ কোটি টাকা আয় করার পর, মঙ্গলবার ছবিটির আয় সামান্য কমেছে।

প্রতিবেদন অনুসারে, ‘বর্ডার ২’ আনুমানিক ১৫০ থেকে ২০০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে। ইতিমধ্যেই বাজেট ছাড়িয়েছে ছবির আয়। মনে করা হচ্ছে, ছবিটি এই সপ্তাহান্তে ৫০০ কোটির গন্ডি পেরোবে। ছবিতে আরও অভিনয় করেছেন, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি, মোনা সিংহ, আনিয়া সিংহ, সোনম বাজওয়া এবং মেধা রানা প্রমুখ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিশাল ক্ষতি’, অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ রীতেশ দেশমুখের

৫৩-তেও যেন ৩০-এর জেল্লা! ৪০ পেরিয়েও কীভাবে ফিট থাকবেন? সহজ ফর্মূলা দিলেন মন্দিরা বেদী

আচমকা প্লেব্যাক থেকে অবসর, ১ টি গানে ১০ লক্ষ পারিশ্রমিক, কত কোটির সম্পত্তির মালিক অরিজিৎ?

‘এখানেই ইতি টানলাম..’, প্লেব্যাক থেকে বিদায় নিলেন অরিজিৎ সিংহ

কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ ছাড়লেন দাউদের সঙ্গে নাম জড়ানো মমতা কুলকার্নি

প্রজাতন্ত্র দিবসে শিল্পার রেস্তোরাঁর সামনে দীর্ঘ লাইন! ধেয়ে এল কটাক্ষের ঝড়, কী এমন হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ