এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২০২৩ সাল জুড়ে বলিউডে চলল ৩ দক্ষিণী পরিচালকের রাজত্ব

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সাল। বছর প্রায় শেষের পথে! আর মাত্র ক’টা দিন বাকি। সাধারণ মানুষ থেকে তারকা সবাই ঠিক-ভুল শুধরে নেওয়ার পালা। ২০২৩ সালে কোনও বাজে স্মৃতি থাকলে তাকে বিদায় জানিয়ে ভালো স্মৃতি নিয়ে এগিয়ে যাওয়া। ২০২৪ যাতে ভাল যায়, সেই প্রার্থনা চাওয়া। তেমনি সেলিব্রিটিরাও সেই হিসেব-নিকেশ করে এগিয়ে যাচ্ছেন। তবে যাই বলুন না কেন, ২০২৩ সালটা বলিউডের ক্ষেত্রে যে লক্ষীমন্ত বছর গিয়েছে তা বলাই বাহুল্য! বছরের শুরুটা হয়েছে শাহরুখের ব্লকবাস্টার পাঠান, এরপর সত্য প্রেম কি কথা, আদিপুরুষ, সেলফি, জওয়ান, কিসি কা ভাই কিসি কি জান, রকি অউর রানি কি প্রেম কাহিনী, তু ঝুঠি মে মক্কর, গদর 2, ডানকি, Animal-সহ একাধিক বড় বড় তারকার ছবি রিলিজ করেছে এ বছর। আর সবটকটি ছবিই কম-বেশি ভাল ব্যবসা দিয়েছে বলিউডকে। কিন্তু সবথেকে বেশি বলিউডকে যে ছবিগুলি ব্যবসা দিয়েছে সেগুলি হল, শাহরুখের বছরের ৩ টি ছবি, এছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার Animal-জ্বরে এখনও কাঁপছে দেশবাসী। যদিও শাহরুখের পাঠান ও ডানকির থেকে বক্স অফিসে বেশি ব্যবসা করছে তা হল জওয়ান, আর রণবীরের Animal। আর দুটিই ছবিই নির্মাণ করেছেন দক্ষিণের দুই পরিচালক। একটি অ্যাটলি কুমার, Animal সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সুতরাং বুঝতেই পারছেন, দক্ষিণী তারকাদের পাশাপাশি বলিউডে গুরুত্ব বাড়ছে দক্ষিণী পরিচালকদেরও।

এই মূহুর্তে দক্ষিণের টপ পরিচালক পদে আছেন এসএস রাজামৌলি। যার হাত ধরে গড়ে উঠেছে বাহুবলী, অস্কার প্রাপ্ত সিনেমা RRR। যেটি ২০২২ সালে মুক্তি পেলেও ছবিটির রেশ বজায় ছিল ২০২৩ পর্যন্তও। বলিউডে তাঁদের প্রভাব যেন আস্তে আস্তে বাড়ছে। তাঁদের চিন্তাভাবনা, ক্যামেরার কাজ, সবটাই অতুলনীয়! তার ফল মিলছে বক্সঅফিসের ফলাফলে। ২০২৩ সালটা যেন বলিউডকে মাতিয়ে রাখলেন দক্ষিণী পরিচালকেরা। একটি সিনেমা সফলতার পেছনে অভিনেতাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন পরিচালকরা। তাঁদের বুদ্ধির জোরেই ছবির ব্লকবাস্টারের তকমা পায়! আজকে জানবো ২০২৩ সালের বলিউডে রাজত্ব করছেন ৩ দক্ষিণী পরিচালকের বিষয়ে!

এস এস রাজামৌলি

দক্ষিণের একজন জনপ্রিয় পরিচালক। তিনি মুলত তেলেগু ছবিতেই কাজ করেন। তাঁর হাতে গড়ে উঠেছে বাহুবলী, বাহুবলী 2, মাগধীরার মতো একাধিক ব্লকবাস্টার। তবে তাঁর পরিচালিত ছবি RRR, এ বছর বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছে। কারণ এই ছবির ক্ল্যাসিক গান ‘নাটু নাটু’-র মাধ্যমেই ১৪ বছর পর ভারতে বিশাল সম্মান অস্কার প্রবেশ করেছে। তিনি পুরস্কার না পেলেও তাঁর এই নির্মাণের জন্যই পুরস্কার আজ দেশকে গর্বিত করেছে। তাই এই ছবি ২০২২ সালে রিলিজ হলেও ২০২৩ সাল পর্যন্তও এই ছবি অস্কার অর্জনের সুবাদে SS রাজামৌলি বলিউডে রাজত্ব করেছে। কারন এই ছবিরও হিন্দি ভার্সন বেশি আয় করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট প্রমুখ।

অ্যাটলি কুমার

দক্ষিণের আরেক প্রতিভাবান পরিচালক অ্যাটলি। শাহরুখের জওয়ানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছেন তিনি। ২০২৩ সালের তাঁর পরিচালিত জওয়ান হল বলিউডের প্রথম ব্লকবাস্টার। প্রায় ১২০০০ কোটির মতো ব্যবসা দিয়েছে এই ছবি। শাহরুখ-নয়নতারা অভিনীত অ্যাটলির এই ছবি ছিল ২০২৩ সালের একটি বহুল প্রত্যাশিত চলচ্চিত্র। ছবিতে পরিচালকের দৃষ্টিভঙ্গি দারুণভাবে আকর্ষিত হয়েছে। তরুণ পরিচালকের নির্মিত এই ছবি একাধিক ভাষায় রিলিজ করলেও হিন্দিতেই বলিউডকে বেশি ব্যবসা দিয়েছে। তবে তামিল পরিচালকের ঝুলিতে তাঁর ভাষার একাধিক হিট রয়েছে।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা

দক্ষিণের আরও একটি সফল পরিচালক হলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। মাত্র ৩ টি ছবি নির্মাণ করেছেন তিনি। আর তিনটি ছবিই তাঁর ব্লকবাস্টার তকমা বহন করেছে। বিজয় দেবেরাকোন্ডার অর্জুন সিং, শাহিদ কাপুরের কবীর সিং, আর ১ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত রণবীরের Animal, তিনটি ছবিই তাঁর সুপারহিট। Animal-এর রেশ এখনও চলছে। রণবীরকে রোমান্টিক বয় থেকে কিলার লুকে পরিণত করা, ববি দেওলের অভিনয়ের প্রত্যাবর্তনকে আকর্ষণীয় করে তোলা সবটাই তাঁর ক্যালমা। এখনও পর্যন্ত ছবি বিশ্বজুড়ে ৭০০ কোটির দোরগোড়ায় চলে গিয়েছে। রশ্মিকা, তৃপ্তির সঙ্গে রণবীরের রসায়ন গড়ে তোলা সবটাই সন্দীপ রেড্ডিকে এখন দর্শকদের চোখে হাইলাইটেড করে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন বলিউডের থেকেও দক্ষিণী ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে, আর হবে নাই না কেন, সেখানকার পরিচালকদের মহিমা দেখার মতো। যার আঁচ সন্দীপ, Atlee, রাজামৌলিদের হাত ধরে বলিউডও পরখ করতে পারল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রামায়ণে রাবণের ভূমিকায় অভিনয়ের জন্যে স্বর্ণের তৈরি পোশাক পরবেন যশ

ভারতের পাশাপাশি একইসঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’

সিপিআই আজ অস্তাচলে, দেব-হিরণের লড়াইয়ে জিতবে কে, উত্তর খুঁজছে ঘাটাল

জন্মদিনে মন ভাল নেই কনীনিকার, হাসপাতালে ভর্তি অভিনেত্রীর মা

ঘাটালের ভোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেব, দিলেন বিশেষ বার্তা

১৫ দিন শুটিং করে অক্ষয়ের ছবি থেকে মুখ ফেরালেন সঞ্জয় দত্ত, কিন্তু কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর