এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ছ’মাস যেতে না যেতেই বন্ধের মুখে ‘মেয়েবেলা’, রূপার সরে দাঁড়ানোই কী আসল কারণ?

নিজস্ব প্রতিনিধি: একাধিক জল্পনা-কল্পনার পর অবশেষে শেষ হচ্ছে স্টার জলসার বিতর্কিত ধারাবাহিক ‘মেয়েবেলা’। সিরিয়ালের শুরুতেই ছিল এক ঝাঁক চমক। কারণ বহু বছর পর ফিরছেন দাপুটে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। যিনি প্রথম থেকেই মেয়েবেলা ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিলেন। কিন্তু সিরিয়াল শুরু হওয়া মাত্রই রূপা গঙ্গোপাধ্যায়ের ন্যাকা অভিনয় দেখে শুরু হয় কটাক্ষ। ধেয়ে আসে কুৎসা, বয়কটের ডাক ওঠে। এতদিন পর অভিনয়ে ফিরে এরকম কুৎসা শুনতে মোটেও রাজি ছিলেন না রূপা গঙ্গোপাধ্যায় নিজেই। তাই আচমকাই সিরিয়াল থেকে সরে দাঁড়ান তিনি। রাতারাতি বিনা নোটিসে রূপার সরে দাঁড়ানো মোটেই ভাল চোখে দেখেননি কেউ। এমনকী ধারাবাহিকের কলাকুশলীরাও ছিল ক্ষিপ্ত। রাতারাতি ধারাবাহিক থেকে রূপার সরে দাঁড়ানোতে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে উঠেছিল। রুপা ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। সেই মুহূর্তে রুপার জায়গায় আনা হয় অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু তাতেও কোনও লাভ হলনা।

‘মেয়েবেলা’ সিরিয়ালের শুরুর দিনগুলি মসৃণ হলেও কিছুদিন যেতে না যেতেই তৈরি হয়েছিল বিস্তর বিতর্ক। দিনে দিনে গল্প যেদিকে মোড় নিচ্ছিল, তা একদমই পছন্দ হয়নি রূপার। তাই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি, যার ফলে অনেক জলঘোলা হয়। সিরিয়ালে বীথি মিত্রের চরিত্রে অনুশ্রী দাসকে আনা হলেও কোনও লাভ হয়নি। শেষমেশ বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’ সিরিয়াল। তবে কী রূপার সিরিয়াল থেকে সরে আসার কারণেই এই সিদ্ধান্ত? ছ’মাসও পেরোলো না ধারাবাহিক। ‘মেয়েবেলা’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে পরিচালক সুমন দাস আক্ষেপ করে ফেসবুকে লেখেন, “অনেক দিন পরে একটা মনের মতো শো পরিচালনা করে ভাল লাগল। কিন্তু এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করিনি। যাই হোক ভাল জিনিস কম হলেই ভাল, তবেই সেটা মনে থেকে যায়।”

শেষ এক মাস ‘বীথি’ চরিত্রে দর্শক দেখছেন অনুশ্রীকে। ধীরে ধীরে চরিত্রটি ইতিবাচক দিকে মোড় দিলেও টিকতে পারল না। এ দিকে রূপার অভিযোগ ছিল, প্রেক্ষাপটে গল্পটি মোড় নিয়েছে নেতিবাচক দিকে, যা কখনও কাম্য নয়, তাই তিনি সরে সরে আসেন। রূপার সিরিয়াল বন্ধ হওয়ার প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানান, “আমার এই বিষয়ে কিছু বলার নেই। যেটা ঠিক মনে হয়েছিল, সেটা করেছি। বাকি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম কি না সেই উত্তর দেবেন দর্শক।” অন্য দিকে অনুশ্রী বলেন, “আমি বীথি চরিত্রে অভিনয় শুরুর পরেই যে সিরিয়ালটি বন্ধ হয়ে যাচ্ছে তেমনটা না। আমাদের শুটিং শেষ হয়েছে। সম্প্রচার এখনও চলবে বেশ কিছু দিন। সেটাও তো পজ়িটিভ দিকই।” আর আগামী দিনে পর্দায় রূপাকে দেখার অপেক্ষায় দর্শক। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, পরবর্তী কাজ করার আগে ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নেবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় ক্রিকেট রানির সঙ্গে অনুষ্কা, RCB-CSK ম্যাচ শুরুর আগে কী কথা হল তাঁদের?

১২ বছর বয়সে মিডিয়ার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন জাহ্নবী

বাংলা ছবির জয়জয়কার! কানে প্রিমিয়ার হল মুমতাজের ‘পুতুল’

পঞ্চম দফার ভোটের জন্যে মুম্বইতে সমস্ত শুটিং স্থগিত, নির্দেশ AICWA-এর

৬ সন্তানের মা হল ‘777 চার্লি’ ছবির চারপেয়ী, খবর দিলেন রক্ষিত শেট্টি

কানের মেট গালা ইভেন্টে দুর্দান্ত সাজে কিয়ারা, মুগ্ধ বিশ্ববাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর