এই মুহূর্তে




মা হচ্ছেন সোনাক্ষী! প্রকাশ্যে স্ত্রীর ‘স্ফীতোদর’ স্পর্শ, তবে কী গুজবে সিলমোহর দিলেন জাহির?

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সবচেয়ে হাসিখুশি মজার দম্পতি হিসেবে পরিচিত সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। ২০২৪ সালে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ৭ বছরের দীর্ঘ প্রেমিক জাহির ইকবালকে বিবাহ করেছেন সোনাক্ষী। যদিও হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করা নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন সোনাক্ষী সিনহা। কিন্তু তাতে একেবারেই কর্ণপাত না করে দিব্য জাহিরকে নিয়ে সুখে ঘর-সংসার করছেন অভিনেত্রী। মাঝে মধ্যেই মজার মজার প্রাঙ্কের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। আর ভক্তরাও বেশ মজা পান। তবে শুধু বাড়িতে নয়, মোটামুটি সব জায়গাতেই দুজন দুজনকে প্র্যাঙ্ক করে থাকেন।

গতকাল রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতেও সোনাক্ষীর প্রেগনেন্সির গুজব নিয়ে প্র্যাঙ্ক করতে দেখা গেল জাহিরকে। ইতি মধ্যেই বলিউডে দিওয়ালি সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে সেলিব্রটি ডিজাইনার মণিশ মলহোত্রার বাড়িতে আয়োজিত দিওয়ালির জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। গতকাল মুম্বইয়ে রমেশ তৌরানির দীপাবলি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন একাধিক বলিউড সেলিব্রিটি। ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালও। পাপারাজ্জিদের জন্য তাঁরা পোজও দিয়েছেন। সেখানেই জাহির একটি অবাক কাণ্ড করে বসেন। যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাতে দেখা গিয়েছে যে, জাহির সোনাক্ষীর পেটে হাত দিয়ে বলছেন সাবধানে। আসলে মাস কয়েক ধরেই সোনাক্ষীর গর্ভাবস্থার গুজব রটছে। আর সেই গুজবেরই কৌতুকপূর্ণ প্রতিক্রিয়া জানালেন জহির।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওতে, সোনাক্ষীকে ফটোগ্রাফারদের জন্য পোজ দেওয়ার জন্য প্রস্তুত হতে দেখা যাচ্ছে, তখনই জাহির তাঁকে অনুসরণ করে মজা করে বলছেন, “সাম্ভাল কে (সাবধানে থেকো)।” জাহিরের এই মন্তব্য সোনাক্ষীকে এক মুহুর্তের জন্য হতবাক করে দেয়। তারপর সোনাক্ষী হাসিতে ফেটে পড়েন। একসঙ্গে পোজ দেওয়ার সময়, জাহির মজা করে সোনাক্ষীর পেটে হাত রাখেন, এবং গর্ভাবস্থার গুঞ্জন নিশ্চিত করার ভান করেন। এরপর সোনাক্ষী তাৎক্ষণিকভাবে জোরে জোরে তার নাম চিৎকার করে প্রতিক্রিয়া জানান এবং দুজনেই হাসিতে ফেটে পড়েন। তবে এরপর জহির পাপারাজ্জিদের স্পষ্ট করে বলেন যে, এটি সম্পূর্ণ মজার। গত ১৪ অক্টোবর মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সোনাক্ষীর ভিডিও পোস্ট হওয়া মাত্রই আবারও তাঁর গর্ভাবস্থার গুঞ্জন শুরু হয়। যেখানে লাল ঐতিহ্যবাহী পোশাকে অভিনেত্রীকে অসাধারণ দেখাচ্ছিল কিন্তু নেটিজেনরা মনে করেছিলেন যে তিনি গর্ভবতী। কেউ কেউ দম্পতিকে অভিনন্দনও জানিয়েছেন। সেই ঘটনারই এমনভাবে প্রতিক্রিয়া জানালেন সোনাক্ষীর স্বামী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিচ্ছেদের যন্ত্রণা ভুলে গোপনে বিয়ে করে ফেললেন নাকি রণবীর? খুঁজে বের করল ভক্তরা

রূপোর তোড়া থেকে বেনারসি শাড়ি! এ বছর কোন কোন তারকার উপহারে সাজবেন নৈহাটির ‘বড় মা’?

দুধ দিয়ে স্নান করে রিয়ামণিকে তালাক, এবার কি চতুর্থ বিয়ের পিঁড়িতে হিরো আলম?

‘চরম প্রাপ্তি’, ধনতেরাস মাকে সোনার চেইন-লকেট উপহার দিতে পেরে ‘খুশি’ রশ্মিকা

দীপাবলির মুখে অন্ধকার গৌতম ঘোষের অন্দরমহল, প্রয়াত পরিচালকের স্ত্রী, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

৩৫ লাখের সোনা, বিলাসবহুল গাড়ির মালিক! রাজনীতিতে যোগ দিয়েই ফাঁস খেসারি লালের সম্পত্তির হিসেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ