এই মুহূর্তে




২০২৬ সালে শনির কু-দৃষ্টিতে পকেট খালি হবে ৩ রাশির জাতকদের, কারা তাঁরা?

নিজস্ব প্রতিনিধি : ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত শনিদেব। যে যেমন কর্ম করেন, শনিদেব তার কর্মফল দেন। এই দেবতাই প্রতি এক থেকে দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করেন। শনির এই রাশি পরিবর্তন এবং গোচর সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। ২০২৫ সালের মার্চ মাসে শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে গিয়েছেন। আগামী ২০১৭ সাল পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। তার এই মীন রাশিতে শনির অবস্থান ২০২৬ সালে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ওপর বিস্তার প্রভাব ফেলবে। শনিদেব সবসময়ই খারাপ প্রভাব ফেলেন না। কিন্তু মীন রাশিতে শনির প্রবেশ কয়েকটি রাশির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

কর্কট রাশি: শনির এই বছরের কারণে কর্কট রাশির খারাপ যেতে পারে ২০২৬ সাল। সামনের বছর চ্যালেঞ্জিং হতে পারে এই রাশির জাতক জাতিকাদের। এই সময় চাকরি পাওয়া বা প্রমোশন পাওয়ার আশা, খুব কম। উচ্চশিক্ষা থেকে বিদেশ যাত্রা সব ক্ষেত্রেই বাধা আসতে পারে। আর্থিক স্থিতিশীলতা বিগড়ে যাবার আশঙ্কা রয়েছে। পরিবারেও সমস্যা নেমে আসতে পারে।

বৃশ্চিক রাশি: সামনের বছর খারাপ যেতে পারে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে তাদের। খুব পরিশ্রম করার পরেও আশানুরূপ ফল নাও মিলতে পারে। কর্ম ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। প্রমোশন আটকে যেতে পারে। সম্পত্তি মামলাতে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি: এই রাশির চলবে শনির সাড়েসাতি। সময়টা খুব চাইলে ইঞ্জিন হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় ব্যবসাতেও লোকসানের মুখে পড়তে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। পারিবারিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২০২৬ সাল থেকে এই রাশিচক্রের ভাগ্য হবে উজ্জ্বল, সূচনা বিরল কাকতালীয় যোগের

লক্ষ্মীবারে বিপদ ধেয়ে আসছে, কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন…

আজকের রাশিফল: টক খাবার এড়িয়ে চলুন, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন…

২০২৬ শুরু হওয়ার আগেই অর্থপ্রাপ্তি, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের, বাড়বে ব্যাঙ্ক-ব্যালেন্স

আজকের রাশিফল: পড়শিদের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা, সতর্ক থাকুন…

কারও কোনও কথায় আঘাত লাগতে পারে আজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ