এই মুহূর্তে




বক্রী হচ্ছেন শনি, ভাগ্য খুলতে চলেছে এই তিন রাশির

নিজস্ব প্রতিনিধি: ১৩ জুলাই রবিবার সকাল ৯:৩৬ মিনিট থেকে বক্রী হতে শুরু করবে শনি। তারপর ২৮ নভেম্বর মার্গী হওয়ার কথা তার। এইভাবে শনি ১৩৮ দিন ধরে বিপরীতমুখী চালে চলবে। তিনটি রাশির উপর পড়বে এর শুভ প্রভাব।

মিথুন

শনির এই বক্রী মিথুন রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হতে চলেছে। এই বছর শনিদেব মিথুন রাশির দশম ঘরে বক্রী হবেন। এটি কর্মের স্থান। এমন পরিস্থিতিতে মিথুন রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে অপ্রত্যাশিতভাবে অগ্রগতি করতে সক্ষম হবেন। ব্যবসায় বড় কোনও লাভ হতে পারে। এর ফলে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা।

কর্কট

কর্কট রাশির জাতকদের জন্য শনির বক্রী শুভ প্রমাণিত হতে পারে। এই বছর শনি কর্কট রাশির নবম ঘরে বক্রী হচ্ছেন। এটি মূলত ভাগ্যের ঘর। এই সময় কর্কট রাশির জাতক জাতিকার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। এই সময়ের মধ্যে তাঁদের সমস্ত আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পেলে কর্কট রাশির জাতক-জাতিকারা সর্বত্র সাফল্য পাবেন। এই সময়ে কর্কট রাশির জাতকদের ধর্ম সম্পর্কিত কাজে আগ্রহ বৃদ্ধি পাবে।

কুম্ভ

শনির বক্রীর কারণে কুম্ভ রাশির জাতকরা কেবল সুবিধা পাবেন। এই বছর শনি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে বক্রী হতে চলেছে। এই ঘর ধন ও বাণীর ঘর। এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায় আরও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই সময়কালে কুম্ভ রাশির জাতকদের খ্যাতি ও সম্মান বৃদ্ধির পথও প্রশস্ত হবে। কর্কট যাদের রাশি তাঁরা যদি এই সময়ে কথাবার্তায় একটু মিষ্টতা বজায় রাখেন তাহলে তাঁদের সমস্ত কাজ সম্পন্ন হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাবধান হোন, মঙ্গলের নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের জন্য দুংসংবাদ বয়ে আনবে

আজ পরিবারে মতবিরোধ হতে পারে, সচেতন থাকুন

শনি-শুক্রের কৃপায় জ্যাকপট, ৩০ বছর পর ২ গ্রহের বিশেষ সংযোগে উন্নতি ৩ রাশির

আজ স্বাস্থ্যের সমস্যা তীব্র হবে, হাসপাতালে ভর্তি হতে পারেন এই রাশির জাতকরা..

সিংহ ও ধনু’র সোনায় সোহাগা, নভেম্বরের নতুন সপ্তাহ এই ৫ রাশিচক্রের জন্য অত্যন্ত শুভ

দেবী লক্ষ্মীকে ক্ষীর ও ১১টি কড়ি নিবেদন করুন, সপ্তাহের প্রথম দিনটি সুখের হবে….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ