এই মুহূর্তে




জগন্নাথদেবের কৃপাদৃষ্টি পান চার রাশির জাতক-জাতিকারা, কারা তারা?




নিজস্ব প্রতিনিধি : সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা। রথে চেপে আগামী শুক্রবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসি গুণ্ডিচার বাড়িতে যাবেন। পুরী সহ বাংলার বিভিন্ন জায়গায় মহাসমারহের সঙ্গে দিনটি পালন করা হয়। রথযাত্রার সঙ্গে রথের মেলা, জিলিপি-পাপড় ভাজা খাওয়ার মজাই আলাদা। শাস্ত্র অনুসারে জগন্নাথ এই পৃথিবীর পালনকর্তা। শ্রীকৃষ্ণের অন্যরূপ এই জগন্নাথদেব। বেশ কয়েকটি রাশি রয়েছে, যাঁরা জগন্নাথদেবের খুব প্রিয়। কারা তাঁরা? আপনি কি সেই তালিকায় রয়েছেন? জেনে নিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চার রাশির জাতকদের উপর জগন্নাথদেবের বিশেষ কৃপাদৃষ্টি থাকে। এই চার রাশির জাতকদের সব বিপদ আপদ থেকে তিনি রক্ষা করেন।

বৃষ

বৃষ রাশির জাতক-জাতিকারা প্রভু জগন্নাথদেবের খুব পছন্দের তালিকায় রয়েছে। জগন্নাথদেব এই রাশির জাতক-জাতিকাদের আশীর্বাদ করেন। সমস্ত সমস্যা থেকে রক্ষা করেন। এই কারণে এই রাশির জাতক-জাতিকারা পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হন। এই রাশির কেউ যদি কিছু ঠিক করেন, সেই লক্ষ্যপূরণে তাঁরা অটল থাকেন। জগন্নাথের আশীর্বাদে সাফল্য তাঁদের কাছে ধরা দেয়। পেশাগত জীবনে উন্নতির শীর্ষে পৌঁছয় এরা।

কর্কট

জগন্নাথদেবের আরও একটি প্রিয় রাশি কর্কট। এরা আবেগপ্রবণ হয়। কেউ বিপদে পরলে বা সমস্যায় থাকলে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জগন্নাথদেবের আশীর্বাদ জীবনভর লাভ করেন কর্কট রাশির মানুষরা। কর্মজীবনে অত্যন্ত উন্নতি হয়। চাকরিতে উচ্চপদও লাভ করেন। সুখে ও শান্তিতে জীবন কাটান।

সিংহ

সিংহ রাশির জাতক-জাতিকারা জগন্নাথদেবের কৃপা পান। এই রাশির অধিপতি গ্রহ সূর্য। সব বিপদ আপদ থেকে সারা জীবন রক্ষা করেন স্বয়ং জগন্নাথ। এঁরা যেমন পরিশ্রমী হন, তেমন সুফল লাভ করেন। জীবনে প্রচুর উন্নতি করার সুযোগ আসে এই রাশির মানুষের কাছে।

তুলা

তুলা রাশির অধিপতি শুক্র। এই রাশির জাতকদের দিকেও থাকে জগন্নাথদেবের কৃপাদৃষ্টি। এঁদের জীবনের সব সমস্যা তিনি দূর করেন জগন্নাথদেব। তাঁর কৃপাতেই সমাজে প্রচুর সম্মান ও প্রতিপত্তি পান তুলা রাশির জাতর-জাতিকারা। তুলা রাশির জাতকরা সম্পদ, প্রাচুর্য ও প্রেমলাভ করেন। সর্বত্র একা মন জয় করতে পারেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বর্ষায় সুস্থ থাকতে চাইলে এখনই এই সবজি ও খাবার এড়িয়ে চলুন

কবে পড়ছে শ্রাবণের প্রথম সোমবার, জানুন ভোলেনাথের পুজোর সঠিক সময়, নিয়মকানুন

শ্রাবণ শুরুর আগেই এই ৫ টি কাজ সম্পন্ন করে ফেলুন

১৮ জুলাই বুধের বিপরীতমুখী গমন, আর্থিক অনটনের মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অফিসে বিবাদ বাধবে, সাবধানে থাকুন…

কাঁচা পেঁয়াজ কী সত্যিই শরীরের পক্ষে উপকারী?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ