নতুন বাংলা বছর ১৪৩০ কোন রাশির কেমন যাবে, দেখে নিন

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2021/09/em-logo-globe.png

Koushik Dey Sarkar

1st April 2023 5:52 pm | Last Update 1st April 2023 5:54 pm

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েক্টা দিন মাত্র। তারপরেই শেষ হয়ে যাবে ১৪২৯ বঙ্গাব্দ। শুরু হয়ে যাবে ১৪৩০ বঙ্গাব্দ। নতুন সেই বাংলা বছর কার কেমন যাবে সেটা জানতে অনেকের মনেই আগ্রহ তৈরি হয়ে আছে। ১২টি রাশির ক্ষেত্রে আগামী বাংলা নতুন বছর কেমনা যাবে সেটাই তুলে ধরলাম আমরা। খালি মনে রাখবেন, এই হিসাব কিন্তু একটি গড়চিত্র মাত্র। হুবহু যে তা মিলবে তা জোর গলায় বলা যায় না। কেননা ব্যক্তি বিশেষে লগ্ন, নক্ষত্র এইসবই আলাদা করে প্রভাব ফেলে।

মেষ: নতুন বাংলা বছরে মেষ রাশির মানুষদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সন্মুখীন হতে হবে। যারা চাকরি খুঁজছেন তাঁদেরও নতুন চাকরি পেতে সমস্যা হবে। পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক বিচ্ছেদ ও বিবাদ লেগেই থাকবে। সম্প্ররকের ক্ষেত্রে টানাপোড়েন, বিচ্ছেদ থাকবে যা থেকে দুঃখবোধ করতে হবে। আয় অনুযায়ী ব্যয় করতে হবে, নাহলেই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে হবে। মদ থেকে দূরে থাকুন নাহলে বিবাদ, মারামারিতে জড়িয়ে পড়বেন।

বৃষ: আয় ভাব ভালো থাকবে সারা বছর। তবে সব আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে না। চাকরির ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে, কিন্তু প্রমোশনে বাধা থাকবে। ব্যবসায় অবশ্য ভাল লাভ হবে। ব্যবসায় অনেকের সাহায্য পাবেন। তবে ধার দেবেন না। নিকটজনেরা ব্যবসায় বাধা দিতে পারেন। শিক্ষাক্ষেত্রে ভাল রেজাল্ট হবে। তবে শরীর নিয়ে সজাগ থাকতে হবে। দুর্ঘটনার যোগ না থাকলেও, গলা ও ঘাড় নিয়ে ভুগতে হবে। প্রেমের যোগ আছে, তবে বিয়ের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

মিথুন: এই বছর আপনাকে নিজের কাজে ভীষণ ভাবে মনোযাওগ দিতে হবে। অন্যথায় ভুল হবে ও তা থেকে আর্থিক জরিমানার মুখে পড়তে পারেন। হাতে টাকা ধরে রাখার চেষ্টা করুন, নাহলে মাঝেমধ্যেই টাকার টান দেখা যাবে। জীবনে বাধা আসবে চলার পথে। তাতে বাবা-মার সাহায্য না পেলেও ভাই-বোনেদের সাহায্য পাবেন। শরীর নিয়ে সাবধান হোন। নার্ভের সমস্যা দেখা দিতে পারে। রোগ দেখা দিলে চিকিৎসকের দ্বারস্থ হোন, নাহলে ভবিষ্যতে বড় রোগভোগের মুখে পড়ে যাবেন।

কর্কট: ক্রোধ সংবরণ করুন। না হলেই সম্পর্ক খারাপ হবে। বড় বিপত্তির মুখেও পড়ে যেতে পারেন। পানীয় ও জলদ্রব্যের ব্যবসা শুভ হবে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সাবধানী হোন। শিক্ষাকতার পেশায় সম্মান পাবেন। প্রেমের সম্প্ররকে সমস্যা দেখা দেবে তবে বিচ্ছেদ যোগ নেই। অবিবাহিতদের বিবাহ যোগ প্রবল। বিবাহিতদের সন্তান লাভ হবে। গ্যাসট্রিকের সমস্যা ভোগাতে পারে। তাই খাওয়া নিয়ে সতর্ক হন। সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত থাকলে সুনাম হবে।

সিংহ: নেতৃত্বদানের জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকুন। নিজের ওপর ভরসা ও আস্থা রাখুন। আর্থিক অবস্থা নতুন বাংলা বছরে স্থিতিশীলই থাকবে। আয় মেপে ব্যয় করুন নাহলে ঋণের ফাঁদে জড়িয়ে পড়বেন। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হবে। পুরাতন বন্ধুদের ফিরে পাবেন। পুরাতন প্রেমও জীবনে ফিরতে পারে। দাম্পত্য জীবনে সুখের অধিকারী হবেন। নিজ পেশায় ও চাকরিক্ষেত্রে উন্নতি হবে। তবে শরীর খুব একটা ভাল যাবে না। হাড় ভাঙার সম্ভাবনা রয়েছে। ভোগাতে পারে বাতের ব্যাথাও।

কন্যা: নতুন বাংলা বছর আপনার জন্য শুভ ও অশুভ দুটোই। অপবাদের সন্মুখীন হবেন। তবে কাটিয়েও উঠবেন। দুর্ঘটনার সম্ভাবনা থাকছে, তবে সেখানেও জীবন রক্ষা পাবে। অপ্রয়োজনীয় ও দূর ভ্রমণ এড়িয়ে চলুন। বর্তমান চাকুরিস্থলে সমস্যা দেখা দেবে তবে নতুন চাকরিও পেয়ে যাবেন। আর্থিক ক্ষেত্রে উত্থান পতন দেখবেন। হজমের গোলমাল ও অন্ত্রজনিত রোগ দেখা দেবে। তবে চেষ্টা করুন কর্মোদ্যোগী হতে। হিসাবী হোন। নিয়মনষ্ট হোন। অনেক সমস্যা তাতেই কেটে যাবে।

তুলা: নতুন বাংলা বছরে আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য থাকলেও ব্যয় বৃদ্ধি পাবে। পিতা ও ভাইবোনের পাশে যতই দাঁড়ান না কেন সুফল পাবেন না। বরঞ্চ বিপরীতটাই দেখবেন। দাম্পত্যে সমস্যা দেখা দিলেও তা বিচ্ছেদের মুখ দেখবে না। তবে সন্তানের প্রতি সতর্ক থাকুন। ব্যবসা অপেক্ষা চাকরি থেকে টাকার মুখ দেখবেন। কোমরের ব্যাথা, কিডনির সমস্যা এবং যৌন রোগ দেখা দিতে পারে। রাস্তাঘাটে মায় বাড়িতেও সাবধানে চলাফেরা করুন, অন্যথা দুর্ঘটনা অবশ্যম্ভাবী।

বৃশ্চিক: দুই হাতে টাকা রোজগার করবেন। তুলনায় ব্যয় কম হবে। সেই কারণে সঞ্চয়ও হবে। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা প্রবল। গাড়ি, বাড়ি, জমি আসতেই পারে আপনার জীবনে। ঘনিষ্ঠজনদের থেকেও আর্থিক শায়তা পাবেন। তবে অন্যকে টাকা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন, নাহলেই প্রতারিত হবেন। সাংসারিক ক্ষেত্রে সম্নস্যা বাড়বে, চাক্রির জায়গায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব ও বিবাদ দুই বাড়বে। তবে ব্যাবসা ভালো হবে। গুপ্ত্রোগের শিকার হতে পারেন। গলা ও দাঁতও ভোগাবে।

ধনু: গুরুজনদের স্নেহ পাবেন। কিন্তু ভাইবোনের সঙ্গে বিবাদ বাঁধবে। বাইরের লোকেরাই খুব একটা সুখ্যাতি করবে না। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। চেষ্টা করুন আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করতে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন। উরুতে আঘাতের সম্ভাবনা থাকছে। লিভার নিয়ে সতর্ক থাকুন। মদ থেকে দূরে থাকুন। সব বন্ধুকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। অচেনা জায়গায় রাতের দিকে না যাওয়াই ভালো। প্রেম ভাঙার যোগ প্রকট। ভাঙতে পারে বিয়েও।

মকর: পারিবারিক ক্ষেত্রে সম্পর্কগত ভাবে সমস্যা তৈরি হবেই। তবে কর্মে প্রতিষ্ঠা পাবেন। যদিও সেখানেও কিছু সমস্যা তৈরি হবে। সব ক্ষেত্রেই মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। মাঝেমধ্যেই বিষাদগ্রস্থতা গ্রাস করবে। শরীরের নিম্নভাগে আঘাতের সমস্যা প্রবল। সেই সঙ্গে অস্থি ভঙ্গের যোগও প্রবল। হতে পারে নার্ভের সমস্যাও। নতুন ব্যবসা একদমই শুরু করবেন না এই নতুন বছরে। জীবনের সব সমস্যার সমাধান না হলেও কিছু ক্ষেত্রে অবশ্যই সফলতার মুখ দেখবেন।

কুম্ভ: সমস্যাময় বছর হয়ে উঠতে চলেছে আপনার ক্ষেত্রে। রাস্তাঘাটে, ঘরে বাইরে অনেক কিছুর ক্ষেত্রেই প্রতিবাদী হতে গেলে সমস্যা বাড়বে। তবে সন্তান আপনাকে সুখ দেবে জীবনে সাফল্যের মুখ দেখাবে। সন্তানের কৃতিত্বে আপনার সুনাম বাড়বে। হঠাৎ পড়ে গিয়ে বড় ধরনের আঘাত পাবেন ও তা থেকে বিছানায় আশ্রয় নিতে হবে দীর্ঘমেয়াদে। হার্ট, বাত, টনসিল নিয়ে সতর্ক হোন। হতে পারে চর্মরোগও। স্ত্রী পাশে থাকবেন। দাম্পত্য জীবন তাই কিছুটা হলেও সুখের হবে।

মীন: সুনাম ধাক্কা খাবে। বদনামের ভাগীদার হবেন। উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করবেন না। বিপদ আসতে পারে। আয়ের থেকে ব্যয় যোগ প্রবল। এমনকি সঞ্চয়ও ধাক্কা খাবে। পেটের সমস্যা সারা বছরই ভোগাবে। পায়ের নীচের দিকে ধাক্কা লাগতে পারে। সন্তান ও পরিবারের সঙ্গে মতবিরোধ বাড়বে। তবে বন্ধুরা পাশে দাঁড়াবেন। কল্পনায় ভর দিয়ে হুট করে কোনও বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন না। চাকরিক্ষেত্রে পরিবর্তন না করলেই ভালো। প্রেম পরিণয়ের মুখ দেখবে। যারা একা তাঁরা জীবনে সঙ্গী পাবেন।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

637
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like