এই মুহূর্তে




পাকিস্তানের ওয়াজিরিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৩ জওয়ান




নিজস্ব প্রতিনিধিঃ ভয়ানক বিস্ফোরণ! শনিবার (২৮ জুন) উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি সামরিক কনভয় লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালানো হয়। জানা গিয়েছে, সেনাবাহিনীর কনভয়ে ছিলেন ৪২ জন জওয়ান। দুষ্কৃতীদের এই আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন বেসামরিক নাগরিকসহ ২৯ জন। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, “ঘটনার সময় একটি আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেখান যাচ্ছিলেন। তার গাড়ির সঙ্গেই সেনাবাহিনী কনভয়ের ধাক্কা লাগে। আর পুরোটাই পরিকল্পনা মাফিক ছিল। বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত হয়েছেন এবং ১০ জন সেনা সদস্য, ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।” মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় ওই সরকারি কর্মকর্তা নাম প্রকাশ করেননি। তিনি আরও বলেন, ‘এই ভয়াবহ বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে গিয়েছে। যাতে ছয়জন শিশু আহত হয়েছে।’

আরেকজন প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, আহত চার সৈন্যের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই পাকিস্তান তালেবানের একটি অংশ হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলাকারী শাখা এই হামলার দায় স্বীকার করেছে। ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে যে, তার পশ্চিমা প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। কিন্তু এই দাবি তালেবান অস্বীকার করেছে। এএফপির এক পরিসংখ্যান অনুসারে, বছরের শুরু থেকে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।

এদিকে পাকিস্তান থেকে বেলুচিস্তানকে আলাদা করার জন্যে প্রায়শই দুই স্থানের সেনার সঙ্গে সংঘর্ষ হয়। যেমন, গত এপ্রিলে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রাস্তার পাশে রাখা বোমা বিস্ফোরণে সাতজন পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছিলেন। জানা যায়, নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ির কাছে এই বিস্ফোরণটি ঘটেছিল। পরে বেলুচিস্তানে লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করে। যাঁরা পাকিস্তানি সামরিক বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি পৃথক হামলার ঘটনা ঘটিয়েছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করে ছিলেন। তবে আজকের ঘটনাটির নেপথ্যে কারা দায়ী তা এখনও জানা যায়নি। তবে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি-সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই অঞ্চলে হামলা চালিয়ে আসছে। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করেছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘জল্লাদ’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ আইসিসি’র  

পাকিস্তানের বালুচিস্তানে যাত্রীবাহী বাসে ফের হামলা, গুলিতে ঝাঁঝরা তিন কাওয়ালি শিল্পী

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৬০

দামাস্কাসে সিরিয়ার সেনা সদর দফতরে ইজরায়েলি হামলা

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ