এই মুহূর্তে




গাজায় ইজরায়েলি জল্লাদদের হাতে প্রাণ হারিয়েছে ২০,০৮০ পড়ুয়া

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি যেন সোনার পাথরবাটি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইজরায়েল ও হামাসের মধ্যে যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা কার্যত ভেস্তে গিয়েছে। গাজা ফের নতুন করে হামলা চালাতে শুরু করেছে ইজরায়েলি সেনা। গত ২৪ ঘন্টায় বেঞ্জামিন নেতানিয়াহুর জল্লাদ বাহিনীর হাতে শতাধিক নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তার মধ্যেই চমকে ওঠার মতো পরিসংখ্যান জানিয়েছে ফিলিস্তানের শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রক। আজ বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘গত দু’বছরের বেশি সময় ধরে ইজরায়েলি জল্লাদদের হামলায় মোট ২০ হাজার ৮০ জন পড়ুয়া প্রাণ হারিয়েছে এবং ৩০ হাজার ১০২ জন আহত হয়েছে।’ শুধু তাই নয়, ইজরায়েলি হামলায় ধুলোয় মিশে গিয়েছে ১৭৯টি স্কুল।

গত ২০২৩ সালের ৭ অক্টোবর আচমকাই তেল আবিব সহ ইজরায়েলের বিভিন্ন শহরে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। ইজরায়েলের মাটি থেকে বেশ কয়েকশো জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। ওই হামলার বদলা নিতে ওই দিনই গাজা ভূখণ্ডে আক্রমণ চালায় ইজরায়েলি সেনা। তার পরে গত দুই বছরের বেশি সময় ধরে গাজা, পশ্চিম তীর  ও খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। যার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।

বুধবার ফিলিস্তিনি শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রক জানিয়েছে ‘গত দু বছরের বেশি সময় ধরে চলা হামলায় ২০ হাজার ৮০ জন পড়ুয়া প্রাণ হারিয়েছে এবং ৩০ হাজার ১০২ জন আহত হয়েছে। গাজা এবং পশ্চিম তীরে ১ হাজার ৩৭ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং ৪ হাজার ৭৫৭ জন আহত হয়েছেন। ২২৮ জনেরও বেশি ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইজরায়েলি সেনা। গাজায় সরকারি স্কুলের ১৭৯টি এবং বিশ্ববিদ্যালয়ের ৬৩টি ভবন ধ্বংস করা হয়েছে। ১০০টিরও বেশি জাতিসংঘের স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, দাবি ফরাসি প্রেসিডেন্টের

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ