এই মুহূর্তে




তীব্র খাদ্যের অভাব, অনাহারে মারা গেল ৬০ হাজার পেঙ্গুইন

আন্তর্জাতিক ডেস্ক: কবি সুকান্ত ভট্টাচার্য সেই কবেই লিখে গিয়েছিলেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’ প্যালেস্তাইন হোক কিংবা ভারত, আফ্রিকার কোনও দেশ হোক কিংবা বাংলাদেশ-দুর্ভিক্ষের কারণে হাজার হাজার ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। বেঁচে থাকার জন্য পিঁপড়ের ডিম হোক কিংবা আন্য কিছু, হাতের কাছে যা পাচ্ছেন তাই খেয়ে নিচ্ছেন। তবু অনাহারে মৃত্যুর নিয়তি খন্ডাতে পারছেন না। তবে এই প্রতিবেদনে মনুষ্যকুলের অনাহারে মৃত্যুর করুণ কাহিনি তুলে ধরব না। এমন এক মৃত্যুর খবর জানাব যা শুনলে আপনাদের মনও ভারাক্রান্ত হয়ে পড়বে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, এক গবেষণায় উঠে এসেছে গত কয়েক বছরে দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলে তীব্র খাদ্যাভাবের ফলে ৬০ হাজারের বেশি পেঙ্গুইন মারা গিয়েছে। সাগরে আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাদ্য সার্ডিন মাছ ক্রমশই অমিল হওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। গবেষণা অনুযায়ী, ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের দুটি গুরুত্বপূর্ণ প্রজননস্থল—ডাসেন দ্বীপ ও রবিন আইল্যান্ডে পেঙ্গুইনের সংখ্যা ৯৫ শতাংশেরও বেশি কমে গিয়েছে। বিশেষ করে পালক পরিবর্তনের (মোল্টিং) সময়ে পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় এই মৃত্যুহার বেড়েছে। জলবায়ু পরিবর্তন এবং অতিমাত্রায় মাছ ধরাই এর প্রধান কারণ।

‘ওস্ট্রিচ: জার্নাল অব আফ্রিকান ওরনিথোলজি’-তে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে,  গত ৩০ বছরে আফ্রিকান পেঙ্গুইন প্রজাতির সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গিয়েছে। এই বিপর্যয় কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০০৪ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সার্ডিন মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। এই সার্ডিনই আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাদ্য। জলের তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনে মাছের ডিম ছাড়া কমে গেলেও মাছ শিকার বেড়েছে।’ ইউনিভার্সিটি অব এক্সেটারের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড কনজারভেশনের শিক্ষক রিচার্ড শার্লির মতে, ‘শুধু দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী অঞ্চল নয়। অন্যান্য স্থানেও একইভাবে পেঙ্গুইন কমে যাচ্ছে।’ উল্লেখ্য, ২০২৪ সালে আফ্রিকান পেঙ্গুইনকে ‘অতিসংকটাপন্ন’ প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়, এবং বর্তমানে প্রজননক্ষম জোড়ার সংখ্যা ১০ হাজারেরও কম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

ট্রাম্পের পর মোদিকে জোর ধাক্কা মেক্সিকোর, ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ কর চাপাল

স্বাস্থ্যকেন্দ্রে মহিলা চিকিৎসককে পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল আচরণ ভারতীয় বংশোদ্ভূত যুবকের!‌ গ্রেফতার করল কানাডার পুলিশ

গোয়া অগ্নিকাণ্ড: থাইল্যান্ডে আটক নৈশ ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ