-273ºc,
Tuesday, 30th May, 2023 1:03 pm
নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে। পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ একাধিক সাংসদ-মন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে এবার দেশের প্রধান বিমানবন্দর অবরুদ্ধ করে রেখেছে ক্ষুব্ধ জনতা। কোনও সাংসদ কিংবা মন্ত্রী যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, তার জন্যই বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করে রাখা হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। পরিস্থিতির অবনতি ঘটায় প্রত্যেক বিমানযাত্রীকে বৈধ টিকিট ও সঙ্গে পাসপোর্ট নিয়ে আসার জন্য নির্দেশিকা জারি করেছে বিমান সংস্থাগুলি। বিক্ষোভ যে পর্যায়ে পৌঁছেছে তা সামাল দিতে এদিনই অবিলম্বে দেশের সংসদ ডাকার জন্য রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষকে অনুরোধ জানিয়েছেন সংসদের অধ্যক্ষ।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’ জানিয়েছে, সোমবার দেশের বিভিন্ন প্রান্তে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ একাধিক সাংসদের বাড়িতে আগুন লাগানোর পরে আরও বেলাগাম হয়ে উঠেছেন বিক্ষোভকারীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে ঘেরাও করে রেখেছিল। পরে সেনাবাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে নৌসেনা ঘাঁটিতে নিয়ে যায়। কিন্তু সেই নৌ-সেনা ঘাঁটিও অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি একদল বিক্ষোভকারী বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে গাড়ি রেখে অবরোধে বসেছে।
বিক্ষোভকারীদের আক্রমণের হাত থেকে রেহাই পাননি পশ্চিম প্রদেশের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি দেশবন্ধু তেনাক্কোন। এদিন দুপুরে কলম্বোর বেরিয়া লেকের কাছে তাঁর গাড়ি ধরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ভাঙচুর করা হয়। শারীরিকভাবে নিগ্রহ করা হয় ডিআইজি তেনাক্কোন। পরে নিরাপত্তা রক্ষীরা কোনও ক্রমে তাঁকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যায়।