এই মুহূর্তে




ফেসবুকে ট্রাম্পকে লাগাতার খুনের হুমকি, গ্রেফতার অ্যারিজোনার বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগে অ্যারিজোনার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।  ম্যানুয়েল তামায়ো-তোরেস নামে ধৃত ব্যক্তি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের বেশ কয়েকবার খুনের হুমকি দিয়েছেন। ধৃত তোরেসের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। অ্যারিজোনার ফিনিক্সে ভুয়ো তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরেই ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দিতে শুরু করেন ম্যানুয়েল তোরেস। গত ২৩ অগস্ট অ্যারিজোনার গ্লেনডেলের ডেজার্ট ডায়মন্ড অ্যারেনা থেকে ফেসবুকে ট্রাম্পকে খুনের হুমকি দিয়ে ভিডিও পোস্ট করেন। চলতি মাসের শুরুর দিকে পোস্ট করা আরও একটি ভিডিওতে  ট্রাম্পকে গুলি করে হত্যার হুমকি দেন। ভিডিওতে সাদা এআর ১৫ ধাঁচের রাইফেল দেখান, যার মধ্যে ৩০ রাউন্ড কার্তুজ ছিল।

‘সিএনএন’-এর প্রতিবেদন অনুযায়ী, আদালতের নথিতে যদিও ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, শুধু তাকে ‘ব্যক্তি-১’ হিসাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তিনি জন নেতা, প্রাক্তন ও বর্তমান প্রেসিডেন্ট। আদালতের নথি অনুসারে, ধৃত তোরেস ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘ব্যক্তি-১’ আপনি মারা যাচ্ছেন, ‘ব্যক্তি-১’ আপনার ছেলে মারা যাবে। আপনার পুরো পরিবার মারা যাবে। আপনার ভবিষ্যতে এটিই একমাত্র বাস্তবতা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

ট্রাম্পের পর মোদিকে জোর ধাক্কা মেক্সিকোর, ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ কর চাপাল

স্বাস্থ্যকেন্দ্রে মহিলা চিকিৎসককে পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল আচরণ ভারতীয় বংশোদ্ভূত যুবকের!‌ গ্রেফতার করল কানাডার পুলিশ

গোয়া অগ্নিকাণ্ড: থাইল্যান্ডে আটক নৈশ ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ