এই মুহূর্তে




চরম বর্বরতা! আগুন নেভানোর সময় ২ মার্কিন দমকলকর্মীকে গুলি করে হত্যা




নিজস্ব প্রতিনিধি: আমেরিকার পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহার পাহাড়ি অঞ্চলে আগুন নেভানোর সময় দুই দমকলকর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (২৯ জুন) দুপুর ২ টো নাগাদ। যখন ওই পাহাড়ি অঞ্চলে আগুন লাগার খবর পাওয়া যায়। ঠিক তখনই দমকলকর্মীরা আগুন নেভাতে যান। তাঁদের মধ্যে দুইজন সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে নিহত হন। এ বিষয়ে কোতেনাই কান্ট্রি শেরিফ রবার্ট নরিস জানিয়েছেন, গতকাল কোউর ডিঅ্যালেন শহরের কাছে একটি বনে আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে দুই মার্কিন দমকলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করে আইন প্রয়োগকারী সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। কর্মকর্তারাও একাধিক স্থান থেকে গুলির শব্দ শুনতে পেয়েছিলেন।

যার ফলে, সেই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। রবিবার (২৯ জুন) কুটেনাই কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, উত্তর আইডাহোতে আগুন নেভানোর সময় বন্দুকধারীর গুলিতে একাধিক ফায়ারফাইটার কর্মী আহত হয়েছেন। আহত সদস্যদের এখন কৌশলগত এবং প্রতিরোধমূলক সহায়তা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, শেরিফ বব নরিস আগে থেকে সতর্ক করে দিয়েছিলেন যে, আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং অগ্নিনির্বাপক কর্মীরা স্নাইপার ফায়ারিং করছেন। সেই কারণে সিয়াটল থেকে প্রায় ২৬০ মাইল (৪২০ কিমি) পূর্বে কোউর ডিঅ্যালেন শহরের কাছে পর্বতারোহীদের জনপ্রিয় প্রকৃতি অঞ্চল ক্যানফিল্ড মাউন্টেনের আশেপাশের এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছিল। কারণ সেখানে কয়েকজন বন্দুকধারী ঘাপটি মেরে লুকিয়েছিল।

সেই সময়েই তাঁরা দমকলকর্মীদের উপর জঘন্য হামলা চালায়। তার মধ্যে দুইজন মারা যান। গভর্নর এক্স পোস্টে স্থানীয় বাসিন্দা দের সতর্ক করে আরও জানিয়েছেন যে, ‘যেহেতু পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে, এজন্য আইন প্রয়োগকারী সংস্থা ও ফায়ার ফাইটার কর্মীদের থেকে দূরে থাকুন এবং তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করুন। ঘটনাস্থলে এখনও কয়েকজন বন্দুকধারী লুকিয়ে রয়েছে। নরিস বলেন, রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটের দিকে বনে আগুন লাগার খবর আসে। এরপর দুপুর ২টার দিকে ফায়ারফাইটারদের ওপর গুলির খবর আসে। তবে এই মুহূর্তে, আশ্রয়স্থল টি তুলে নেওয়া হচ্ছে, ক্যানফিল্ড মাউন্টেনে এখনও সক্রিয় দাবানল রয়েছে। আরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে এলাকার বাসিন্দাদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চুরির অভিযোগে দুবাই বিমানবন্দরে গ্রেফতার ‘বিগ বস্‌’ খ্যাত আবদু রোজিক

মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নকে জোর ধাক্কা ট্রাম্পের, চাপালেন ৩০ শতাংশ কর

৭০০ ড্রোন, ১০টি বোমারু বিমান, অসংখ্য ক্ষেপণাস্ত্র, রুশ হামলায় আজই কি মানচিত্র থেকে মুছে যাবে ইউক্রেন?

মিয়ানমারের বৌদ্ধমঠে বিমান হামলায় নিহত বহু

বিরল শাস্তি! ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষককে পুরুষত্বহীন করার নির্দেশ আদালতের

কালো হয়েছে অঙ্গপ্রত্যঙ্গ, শরীরে বাসা বেধেছে বাদামি পোকা, ৯ মাস ধরে পচেছে হুমাইরার দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ