এই মুহূর্তে




অসহ্য গরম বিশ্ব জুড়ে প্রতি বছর ৫ লক্ষের বেশি প্রাণ কাড়ছে

নিজস্ব প্রতিনিধি:  গাছ কাটা, নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করা, পাহাড় কেটে বাড়ি বানানো সহ প্রকৃতির বিপক্ষে গিয়ে মানুষের নানা কাজে বাড়ছে বিশ্বজুড়ে তাপমাত্রা। আরামের জন্য মানুষের করা কাজে রুষ্ট হচ্ছে প্রকৃতি। যার কারণেই বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতি চালাচ্ছে ধ্বংসলীলা। তথ্য বলছে, প্রতি বছর বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রায় ৫,৫০,০০০ মানুষের মৃত্যু হচ্ছে, যা ১৯৯০ সাল থেকে জনসংখ্যা-সমন্বয়ের ভিত্তিতে তাপমাত্রার কারণে মৃত্যুর  ২০ শতাংশেরও বেশি। ল্যানসেটের জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ক বার্ষিক প্রতিবেদনের সর্বশেষ সংস্করণে এই তথ্য সামনে এসেছে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের তাপ ও স্বাস্থ্য বিশেষজ্ঞ সহ-লেখক অলি জে বলেছেন, “এটি সারা বছর ধরে প্রতি মিনিটে প্রায় একটি তাপপাত্রা-সম্পর্কিত মৃত্যু।” এই ঘটনা সত্যি চমকে দেওয়ার মত বিষয় বলেও উল্লেখ করেছেন তিনি। এটিই প্রথম বছর যখন মেডিকেল জার্নালটি বিশ্বব্যাপী তাপমাত্রা-সম্পর্কিত মৃত্যুর মোট সংখ্যা রিপোর্ট করেছে। বিভিন্ন দেশ থেকে তাপমাত্রার কারণে মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা রেকর্ড করার পর এক বছর ধরে এই নতুন পরিসংখ্যান সামনে এসেছে। তাপপ্রবাহের কারণে গ্রীষ্মকালে ইউরোপের বাসিন্দা এবং পর্যটকদের পুড়ে মৃত্যু বেশি হয়েছে। অন্যদিকে এশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশও তীব্র তাপপ্রবাহের ঘটনা ঘটেছে।

ল্যানসেটের নবম প্রতিবেদনটিতে যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেটি বিশ্বব্যাপী ১২৮ জন গবেষক এবং ৭১টি সংস্থার কাজের প্রতিফলন। তাঁরা লক্ষ্যকরেছেন যে গত পাঁচ বছরে বিশ্বজুড়ে মানুষ যে তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে তার বেশিরভাগটাই জলবায়ু পরিবর্তন ছাড়া হত না। গবেষকরা বলছেন, গরমের কারণে কেবল মানুষের স্বাস্থ্যই নয়, অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাপের কারণে শ্রম উৎপাদনশীলতা হ্রাসের ফলে ২০২৪ সালে আনুমানিক ১ ট্রিলিয়ন ডলার আয়ের ক্ষতি হয়েছে, যা বিশ্বব্যাপী মোট উৎপাদনের প্রায় ১ শতাংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, উচ্চ তাপমাত্রার কারণে রাতের ঘুমের ক্ষতিও ২০২৪ সালে রেকর্ড ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অলি জে বলেন, বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে বিশ্বের কিছু অংশে এত গরম এবং আর্দ্রতা রয়েছে সেই জায়গায় মানুষ আর বেঁচে থাকতে পারবে না। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনে এই ঘটনা ঘটছে যা আরও মারাত্মক হতে পারে। উদাহরণস্বরূপ, তিনি জানিয়েছেন, ল্যাটিন আমেরিকায়, ২০০০ সাল থেকে তাপজনিত মৃত্যু দ্বিগুণেরও বেশি বেড়েছে, যেখানে প্রতি বছর প্রায় ১৩,০০০ জনের গরমের কারণে মৃত্যু ঘটছে। জে-এর কথায়, “বিশ্বের বিভিন্ন অংশে আমরা সম্ভাব্যভাবে এই সীমায় পৌঁছে যাচ্ছি, অথবা আশঙ্কাজনক হারে তাদের কাছাকাছি চলে আসছি। টি এমন একটি বিষয় যার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যজনতি সমস্যা মূল্যায়নের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন সূচক অনুসরণ করেছেন, তাপ এবং অন্যান্য চরম আবহাওয়া-সম্পর্কিত স্বাস্থ্যসম্পর্কে ঝুঁকি এবং সংক্রামক রোগের সংক্রমণের উপর পরিবর্তিত জলবায়ুর প্রভাব বিবেচনা করেছেন। উদাহরণস্বরূপ, দাবানলের ফলে বাতাসে নির্গত ক্ষুদ্র কণার সংস্পর্শে আসার হার ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার ফলে বিশ্বব্যাপী ১৫০,০০০ এরও বেশি মৃত্যু হয়েছে – যা আগের চেয়েও বেশি। অন্যদিকে মশাবাহিত রোগ ডেঙ্গু, ১৯৫০ সালের পর থেকে বিশ্বব্যাপী গড় সংক্রমণ সম্ভাবনা প্রায় অর্ধেক বৃদ্ধি পেয়েছে কারণ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পোকামাকড়কে আরও বেশি জায়গায় ছড়িয়ে পড়তে এবং বেঁচে থাকতে সক্ষম করে তুলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালয়েশিয়া উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে মৃত ১, নিখোঁজ শতাধিক

পাগলামি করতে করতে ক্লান্ত, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

নামেই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

এক রাতে ইউক্রেনে ৫০৩ বার হামলা চালাল রাশিয়া

ট্রাম্পের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাসুমা খান

‘যুদ্ধের জন্য তৈরি’, পাকিস্তানকে হুমকি আফগানিস্তানের তালিবান সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ