এই মুহূর্তে




‘চরম পরিণতির জন্য তৈরি থাকুন’, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের




নিজস্ব প্রতিনিধি: টানা ১১ দিন ধরে চলছে ইরান-ইজরায়েলের পাল্টাপাল্টি হামলা। উভয় দেশই পরস্পরকে বিনাশ করতে উঠেপড়ে লেগেছে। এ আবহে ইজরায়েলকে সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা। রবিবার ভোর রাতে ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকার যুদ্ধবিমান। ইরানে সফল অভিযানের পর ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানাজ ও ইসফাহানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। ফোরদোতে ছটি বাঙ্কার বাস্টার ফেলা হয়েছে বোমা। হামলা চালানো হয়েছে নাতানাজ ও ইসফাহানে। মধ্যপ্রাচ্যে দাদাগিরির সবক ইরানকে শিখিয়েছে আমেরিকা। ইরান ইজরায়েল যুদ্ধে এবার সরাসরি যুদ্ধে জড়াল আমেরিকা। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের পরমাণু সমৃদ্ধিকরণের ক্ষমতাকে ধ্বংস করতেই তাঁরা হামলা চালিয়েছে। ইজরায়েলের সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। এই অপারেশন চালানোর পর সমস্ত মার্কিন বিমান ইরানের আকাশ সীমার বাইরে রাখা হয়েছে। তবে এতে চুপ করে থাকার নয় ইরান। আমেরিকার হামলার বিরুদ্ধে এবার কঠোর হুঁশিয়ারি দিল ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি।

সোমবার (২৩ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমগুলিতে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে তিনি জানিয়েছেন, আমেরিকানরা যতবার অপরাধ করেছে। তখনই কঠোর জবাব পেয়েছে। এবারও ব্যতিক্রম হবে না। আমাদের ইতিহাসে আমরা বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। তারা আমাদের দিকে আসার চেষ্টা করেছে। তখনই কঠিন জবাব পেয়েছে তাঁরা। আমরা দৃঢ়তার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব। আমরা শান্তির জন্যে যুদ্ধ করব। আমাদের অনেক শহিদ হয়েছে। কিন্তু আমরা শক্তি ও সাহসের সঙ্গে লড়াই করব। আপনারা আমাদের শক্তির বিষয়ে নিশ্চিন্ত থাকুন।’

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি আমেরিকাকে হুঙ্কার দিয়ে আরও জানিয়েছেন, ‘আমেরিকা সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে এবং ইরানের ‘পবিত্র মাটি’ অপবিত্র করেছে। এবার আমেরিকাকে ‘চরম, অনুতাপজনক ও অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে। ‘মিস্টার ট্রাম্প, জুয়াড়ি! যুদ্ধ শুরু করতে পারেন আপনি, কিন্তু শেষ করব আমরা!’ ইরানের অন্যতম জ্যেষ্ঠ জেনারেল হাতামি। ইজরায়েলি হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার তাঁকে পদে নিযুক্ত করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

সিরিয়ার তাহরির আল শামের উপর থেকে জঙ্গি তকমা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের

মৃত্যুপুরী টেক্সাস, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৮০, নিখোঁজ বহু

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ