আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার তালিবানের। জানিয়ে দিল, মেয়েরা শীঘ্রই স্কুলে যেতে পারবে। আল জাজিরার খবর অনুসারে, তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানান। আন্তর্জাতিক ওই সংবাদসংস্থাকে মুজাহিদ জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দু-একদিনের মধ্যে সরকারি বিবৃতি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে। যত দ্রুত সম্ভব মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ফেরাতে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।
গত সপ্তাহে স্কুল খোলার কথা ঘোষণা করে তালিবান। তবে শুধুমাত্র ছেলেদের স্কুলে যাওয়ার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বলা হয়, স্কুলে শুধু পুরুষ শিক্ষকেরাই পাঠদান করবেন।প্রশ্ন অন্য জায়গায়। মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে তালিবান সরকার ছাড়পত্র দিলেও সেই স্কুলে পড়াবেন কারা।
এদিকে, তালিবান সরকার অন্তর্বর্তী মন্ত্রিসভা সম্প্রসারিত করেছে। সম্প্রসারিত মন্ত্রিসভায় বেশ কয়েকটি নতুন মুখের জায়গা হয়েছে। কিন্তু মন্ত্রিসভায় নেই কোনও মহিলা প্রতিনিধি। সংগঠনের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, সম্প্রসারিত মন্ত্রিসভায় আপাতত কোনও মহিলা না থাকলেও অদূর ভবিষ্যতে মন্ত্রিসভায় মহিলা প্রতিনিধি থাকবেন। সেই সঙ্গে তাঁর দাবি, জাতিপুঞ্জ-সহ আন্তর্জাতিক মহল তালিবান সরকারকে স্বীকৃতি দিক।
যদিও আন্তর্জাতিক মহল এখনই তালিবান সরকারকে স্বীকৃতি দিতে নারাজ। তারা সাফ জানিয়ে দিয়েছে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নির্ভর করছে বেশ কিছু বিষয়ের ওপর। সেই সব বিষয়ের মধ্যে রয়েছে মহিলাদের সমানাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। মন্ত্রিসভায় রাখতে হবে মহিলা প্রতিনিধি। নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা দখল।