27ºc, Haze
Friday, 24th March, 2023 10:23 pm
নিজস্ব প্রতিনিধি, লাহোর: তোষাখানা মামলায় সাময়িক রক্ষাকবচ পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আগামিকাল বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত পিটিআই চেয়ারম্যানের জামান পার্কের বাড়িতে পুলিশ কোনও অভিযান চালাতে পারবে না বলে বুধবার বিকেলে নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সালিম শেখ। অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা বাতিলের আর্জি জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর দায়ের করা মামলায় রায়দান স্থগিত রেখেছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ।
তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ জেলা আদালতের দায়রা বিচারক জাফর ইকবাল। সেই নির্দেশ কার্যকর করতে গতকাল মঙ্গলবার ইমরানের লাহোরের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছিল ইসলামাবাদ পুলিশ। যদিও পাকিস্তান তেহরিকে ইনসাফ কর্মীদের বাধার কারণে টানা ২৪ ঘন্টা চেষ্টা চালিয়েও প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দফায়-দফায় সংঘর্ষ চলে দু’পক্ষের মধ্যে। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে খালি হাতেই ফিরে যায় পুলিশ।
প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির নামে জামান পার্কে ইসলামাবাদ পুলিশ তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ তুলে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। ওই মামলাতেই বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত ইমরান খানের গ্রেফতারির ওপরে নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি তারিখ সালিম শেখ। অর্থাৎ সাময়িকভাবে হলেও গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ পেলেন ৭০ বছর বয়সী রাজনেতা।