এই মুহূর্তে




রাস্তায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, মাথা থেঁতলে ভারতীয় বংশোদ্ভুতকে ‘শিক্ষা’ অস্ট্রেলিয়া পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হলেন এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। মস্তিষ্কে গুরতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগ, এক পুলিশ আধিকারিক তাঁর মাথা থেঁতলে দিয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তির নাম গৌরব কুন্ডি। একজন পুলিশ আধিকারিক তাঁর ঘাড়ের উপর হাঁটু মুড়ে বসে নির্যাতিতর মাথা মাটির সঙ্গে মিশিয়ে থেঁতলে দেয়। সেই সময়ও গৌরব বারবার বলছিলেন, “আমি কোনও ভুল করিনি”। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। হামলা চলাকালীন গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করেন স্ত্রী অমৃতপাল কৌর। তিনি বারবার পুলিশকে থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সম্ভব হয়নি। তবে অস্ট্রেলিয়ার পুলিশ সহকর্মীর পাশে থেকে জানিয়েছে ওই আধিকারিক তার কর্তব্য করেছে।

পুলিশ এসে গৌরবকে গ্রেফতার করতে যায়। কিন্তু গৌরব পুলিশের সঙ্গে সহযোগিতা করতে রাজি হননি। ফলে তিনি গ্রেফতারের বিরোধিতা করেন। ওই আধিকারিক ভেবেছিল গৌরব তাঁর স্ত্রীকে নির্যাতন করছেন। পারিবারিক কলহকে সে সহিংসতা বলে ভুল করে। গৌরব কুন্ডির দাবি, তিনি মদ্যপ ছিলেন, উচ্চস্বরে কথাও বলছিলেন। কিন্তু স্ত্রীর গায়ে হাত তোলেননি। কিন্তু সে’সব না বুঝেই পুলিশ তাঁকে গ্রেফতার করতে চায়।

আশঙ্কাজনক অবস্থায় গৌরবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান তাঁর মস্তিষ্ক এবং ঘাড়ের স্নায়ুতে গুরুতর আঘাত লেগেছে। প্রসঙ্গত, বিদেশে প্রবাসী ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সেই সব দেশের মানুষ বা পুলিশ প্রশাসনের এমন ব্যবহার এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। বারবার লজ্জা প্রকাশ করে এই নিয়ে ক্ষমা চাওয়া হয়, কিন্তু তারপর ফের একই ঘটনা ঘটতে থাকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩২ ঘন্টার চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না রাজশাহীতে ৪০ ফুট কুয়োয় পড়ে যাওয়া শিশুকে

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

ট্রাম্পের পর মোদিকে জোর ধাক্কা মেক্সিকোর, ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ কর চাপাল

স্বাস্থ্যকেন্দ্রে মহিলা চিকিৎসককে পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল আচরণ ভারতীয় বংশোদ্ভূত যুবকের!‌ গ্রেফতার করল কানাডার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ