এই মুহূর্তে




ক্যাবের ভিতর অচেতন যুবতীকে ধর্ষণ করার অভিযোগ চালকের বিরুদ্ধে, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:‌ ভারতীয় বংশোদ্ভূত ক্যাব চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অচেতন যুবতী যাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে সিমরঞ্জিত সিং সেখনের বিরুদ্ধে। এই ব্যক্তি পেশায় ক্যাব চালক। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এই ঘটনাটি ঘটেছে। ২১ বছরের ওই যুবতীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্যাব চালক সিমরঞ্জিত সিং সেখনকে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বলে জানিয়েছে ভেনচুরা কাউন্টি শেরিফ অফিস।

এদিকে এই ক্যাব চালক সিমরঞ্জিত সিং সেখনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় চলতি বছরের নভেম্বর মাসে। কারণ তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। আগেও এমন কাজের অভিযোগ রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই থানায় অভিযোগ দায়ের হয়নি। এবার এই ঘটনার অভিযোগ এসেছে ক্যামারিল্লো শহর থেকে। তদন্তকারীদের সূত্রে খবর, এই ক্যাব চালক বেকারসফিল্ড এলাকার বাসিন্দা। এই ক্যাব চালক যুবতীকে গাড়িতে তোলে থাউস্যান্ড ওকস বার থেকে। তখন ঘড়িতে রাত ১টা বাজে। ওই যুবতী একটু নেশার ঘোরে ছিলেন। যার জেরে তিনি নিজেকে বাঁচাতে পারেননি। আর এই সুযোগটিই কাজে লাগিয়ে ধর্ষণ করে ক্যাব চালক সিমরঞ্জিত সিং সেখন বলে অভিযোগ উঠেছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে ওই যুবতী বার থেকে নিজের বাড়ি ক্যামারিল্লো যাওয়ার জন্য ক্যাবে উঠেছিলেন। পুলিশ সূত্রে খবর, এই পরিস্থিতিতে যুবতী গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। এই অবস্থা দেখে ওই ক্যাব চালক তখন যাত্রা সম্পূর্ণ হয়েছে বলে অনলাইনে পোস্ট করে দেয়। তারপর ওই যুবতীর উপর ঝাঁপিয়ে পড়ে। সারারাত ওই যুবতীর অচেতন অবস্থার সুযোগ নিয়ে লাগাতার ধর্ষণ করে। তারপর তাঁকে ফেলে দিয়ে চলে যায় ক্যাব চালক। ডিসেম্বর মাসের ১৫ তারিখ ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে ক্যাব চালক সিমরঞ্জিত সিং সেখনকে গ্রেফতার করা হয়।

এছাড়া এই কাজ করেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে ধৃত ক্যাব চালক। ধর্ষণ করার জন্য তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। সেখানে ক্যাব চালক সেখন তার অভিযোগের জন্য আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে। যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। তার জামিন ৫০০,০০০ মার্কিন ডলারে ধার্য করা হয়। আর এই মামলার পরবর্তী শুনানি হবে ২৯ ডিসেম্বর। পুলিশ এখনও প্রকাশ্যে আনেনি ওই ক্যাব চালক কোন সংস্থার গাড়ি চালায়। এই ক্যাব চালকের বিরুদ্ধে ট্রাফিক আইন না মানা–সহ মাদক পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনা জিতলেন থাইল্যান্ডের রানি, স্ত্রীকে পদক পরালেন রাজা

ডিগ্রি জালিয়াতির দায়ে বরখাস্ত ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি, ফের মুখ পুড়ল পাকিস্তানের

হবু বরের সঙ্গে ভেঙেছে সম্পর্ক,‌ অভিমানে AI সঙ্গীকে বিয়ে জাপানি তরুণীর

অনুমতি ছাড়াই সৌদিতে নির্বাচনী সভা! আটক একাধিক বাংলাদেশি, সতর্ক করল দূতাবাস

‘টাইম হ্যায়, ইয়ে মাফি মাঙ্গ লে…’, হিজাব বিতর্কে নীতীশকে হুমকি পাকিস্তানি ডনের

এক বছরে ইউক্রেনের ৫ লক্ষ সেনার মৃত্যু হয়েছে , দাবি রাশিয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ