এই মুহূর্তে




পাল্টা হামলা চালাবে ইরান, আগেভাগেই সতর্ক হচ্ছে ইজরায়েল




আন্তর্জাতিক ডেস্ক: সত্যি হয়েছে আশঙ্কা। ১৩ জুন শুক্রবার সকালে ইরানের পরমাণু কেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সহ একাধিক জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েল। তারপরেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। ইজরায়েলি হামলায় প্রাণ যায় ইরান রেভলিউশনারি গার্ডের (আইআরজি) হোসেন সালামি সহ দুই বিশিষ্ট বিজ্ঞানীর।

তেহরানও বসে থাকেনি। প্রতিশোধ নিতে গিয়ে ইজরায়েলের উপর ১০০টিরও বেশি ড্রোন হামলা চালায় ইরান। তারপর থেকেই সক্রিয় হয়ে উঠেছে ইজরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ইরান জানিয়েছে উপরোক্ত তিনজনই ছিলেন গণ হত্যাকারী।

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ইজরায়েল তেহরাণের পারমাণবিক কেন্দ্র গুলিতে আঘাত হেনেছে। তারপর থেকেই নিজেদের সতর্ক করেছে জেরুজালেম। ইতিমধ্যেই সে’দেশের মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আতঙ্কে ঘরে জমা করতে শুরু করেছে খাদ্যবস্তু। জেরুজালেমের সুপার মার্কেটগুলি থেকে নিমেষে উধাও হচ্ছে খাবার। রাস্তাঘাট একেবারে শুনশান।

জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ঘুম ভাঙে ইজরায়েলের জনগণের। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় দেশ এখন বিপদের সম্মুখীন। তাই সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে।

ইজরায়েলের জরুরি বিভাগ জানিয়েছে, সারা দেশে আগে থেকেই রক্ত সংগ্রহের কাজ শুরু করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে বেড ফাঁকা করা হচ্ছে। যারা মোটামুটি বাড়ি যাওয়ার মতো সুস্থ তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব প্যালেস্টাইনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। ইরানি হামলায় যাতে ক্ষয়ক্ষতি কম হয়, তার জন্যই এত ব্যবস্থা গ্রহণ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত কমপক্ষে ৫

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, কম্পনমাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ