এই মুহূর্তে




প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ,তবুও বাধা জয় করে আইস হকির আসর মাতাচ্ছেন ইরানি তরুণীরা

courtesy google




নিজস্ব প্রতিনিধি : তেহরানে ‘আইস হকি’র নাম সকলেই শুনেছে। এই আইস হকির জন্য তেহরানে ঘর ছেড়েছেন বহু তরুণী। স্বপ্ন একটাই সেরা খেলোয়াড় হওয়া। খেলাকে ভালবেসে সামাজিক প্রতিবন্ধকতা গুলোকে জয় করে ঠিকই আইস হকি খেলে যাচ্ছেন ইরানি মহিলারা।আইস হকির জগতে ক্রমশ খ্যাতি ছড়াচ্ছেন তারা।

তেহরানের আইস রিংকটি(আইস হকি খেলার জায়গা)ইরানের একমাত্র অলিম্পিক আইস রিংক। এখানেই শত শত ইরানি তরুণীর স্বপ্ন লুকিয়ে রয়েছে।মাত্র তিন বছর আগে ইরানে নারী আইস হকি লিগের যাত্রা শুরু হয়। কারোর ভাগ্যে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, তো আবার কারোর অকালে ঝরে গিয়েছে।তেমনই তেহরানে আইস হকি খেলতে বছর দুই আগে ঘরবাড়ি ছেড়েছেন খোসরাভি।

এই নিয়ে তিনি বলেন,‘প্রথমবার যখন আমাকে একটি স্টিক দেওয়া হলো, তখন থেকেই আমি এই খেলার প্রেমে পড়ে গেলাম। ব্যস এরপর থেকে ভালবেসে ফেললাম খেলাকে। খেলার জন্যই বহু কঠিন পরিস্থিতি ভেদ করতে হয় প্রত্যেকটা মুহূর্তে।’

ইস্পাহান প্রদেশের ১৭ বছর বয়সী এই খেলোয়াড় আরও বলেন, ‘এখানে একা একা থাকাটা কঠিন, তবে হকিকে ভালোবাসি যেহেতু তাই এটা করতে হচ্ছে। এই ত্যাগ আমার কাছে আনন্দের।’ একইসঙ্গে তিনি বলেন, খেলাধুলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সামাজিক চাপ থেকে শুরু করে কারিগরি ও আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় তাঁদের। তবুও মনের জোরে টিকে আছে তারা।

তেহরানের রিংকে দেখা যাচ্ছে, দুই নারী দলের মধ্যে লড়াই চলছে। দুটো দলই জয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আর শত শত নারী ও পুরুষ দর্শক চিৎকার করে তাঁদের উৎসাহ দিচ্ছেন। এম. আর নামের দলটির খেলোয়াড়েরা পরেছেন লাল ও সাদা রঙের জার্সি, আর পান্ডা নামের দলটির খেলোয়াড়েরা সবুজ ও কালো রঙের জার্সি।চলতি বছরের আসরে এ দুটি দলসহ মোট ছয়টি দল অংশ নিয়েছে। তরুণী খেলোয়াড়েরা বরফের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলেন, ইরান মল আইস রিংকে দক্ষতার সঙ্গে পাক দেন। দেশের মাত্র চারটি আইস রিংকের মধ্যে একটি ইরান মল আইস রিংক।

উল্লেখ্য,ইরানের মত রক্ষণশীল দেশে মহিলারাও যে স্বপ্ন পূরণ করতে পারবে তা যেন সত্যিই অবিশ্বাস্য। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে পোশাকসংক্রান্ত বিধিনিষেধ জারি হয়। সেই ইসলামি বিধি অনুযায়ী মহিলা খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে মাথায় হেলমেটের নিচে হিজাব পরতে  বাধ্য করা হয়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বড় শহরগুলোতে পোশাকবিধিতে সামান্য স্বাধীনতা এসছে। এই প্রসঙ্গে হকি কোচ বলেন, খেলার সময় তারা হিজাবের বিধিনিষেধ মানেন না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র ১ টাকায় চিকেন বার্গার! খেতে হলে চটজলদি ঢুঁ মারুন এই রেস্তোরাঁয়

চ্যাম্পিয়নস ট্রফির আগে জোর ধাক্কা,শৃঙ্খলাবিরোধী আচরণের দায়ে শাস্তি পেলেন ৩ পাক ক্রিকেটার

বন্ধ হবে কী রক্তক্ষয়ী যুদ্ধ ?সৌদিতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

জন্মদিনই মৃত্যুদিন, বন্ধুদের জন্যে কেক কিনে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু যুবকের

‘ভেঙে গুঁড়িয়ে দেব’ ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালাবে ইজরায়েল

বিশ্বকাপে সৌদি আরবে নিষিদ্ধ হচ্ছে মদ-নেশাজাতীয় দ্রব্য

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর