27ºc, Haze
Friday, 24th March, 2023 9:31 pm
নিজস্ব প্রতিনিধি, লাহোর: তোষাখানা মামলায় শুক্রবার দুপুরেই ইসলামাবাদ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছিল। আর রাতে লাহোর ও ইসলামাবাদের বিভিন্ন থানায় সন্ত্রাস সহ নানা অভিযোগে দায়ের হওয়া নয় মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল লাহোর হাইকোর্ট। বিচারপতি তারিক সালিম শেখ ও বিচারপতি ফারুখ হায়দরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ইসলামাবাদে দায়ের হওয়া ছয় মামলায় আগামী ২৪ মার্চ পর্যন্ত এবং লাহোরে দায়ের হওয়া তিন মামলায় ২৭ মার্চ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা যাবে না। ইমরানের আইনজীবীরা অবশ্য এদিন ১৫ দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন।
ইসলামাবাদ ও লাহোরে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ চেয়ে এদিন লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান। বিচারপতি তারিক সালিম শেখ ও বিচারপতি ফারুখ হায়দর স্পষ্ট জানিয়ে দেন, অন্তর্বর্তী জামিন পেতে হলে ইমরান খানকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবীরা জানান, অবশ্যই আদালতে হাজিরা দেবেন পিটিআই চেয়ারম্যান।
বিকেল পাঁচটায় হাজিরা দেওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লাহোর হাইকোর্টে হাজির হন ইমরান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রচুর পিটিআই কর্মী-সমর্থক। বিচারপতিদের উদ্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিদিন নানা ছলছুতোয় আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। গ্রেফতারের উদ্দেশেই ওই মামলা দেওয়া হচ্ছে।’ আদালতকে অসম্মান করার কোনও উদ্দেশ্য তাঁর নেই বলেও দাবি করেন ৭০ বছর বয়সী রাজনেতা। শুনানি শেষে ইসলামাবাদ ও লাহোরে দায়ের হওয়া ৯ মামলায় ইমরানের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতিরা।