এই মুহূর্তে




অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস, পর পর গাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে শুক্রবার থেকেই উত্তেজনা রয়েছে লস অ্যাঞ্জেলসে। সেই উত্তেজনা রবিবার থেকে আরো বৃদ্ধি পেয়েছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এই অভিযানে ইতিমধ্যেই ১১৮ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসে। শহরজুড়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। সেই বিক্ষোভ সংঘর্ষের আকার নিয়েছে।

রবিবার কয়েক হাজার আন্দোলনকারী পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। বিশাল সংখ্যায় ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। বিভোভ শুরু মিছিল করে আন্দোলনের মধ্যেই আটকে নেই। আগুন লাগানো হয়েছে পুলিশের গাড়িতেও। পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের অভিযোগ, ন্যাশনাল গার্ড তাঁদের ওপর কাঁদানে গ্যাস ও রবাট বুলেট ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রবাট বুলেট ছোঁড়ার পর পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আক্রমণাত্মক মেজাজে তিনি লিখেছেন, ‘যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসকাম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস তাঁদের কাজ না পারলে, সরকার সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ করবে। লুটেরাদের ক্ষেত্রে যেভাবে সমাধান করা উচিত, সেই ভাবেই করা হবে। এরপরেই অশান্তি আরও বাড়ে।

বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসন নীতিকে ‘অমানবিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছেন। শনিবারই ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। নিয়ম  শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি এবং ফেডারেল সম্পত্তি রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

বিক্ষোভকারীরা মেক্সিকান পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশের গাড়ি সহ রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে অগ্নি সংযোগ করেছেন। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট-পাথরও ছুঁড়েছে। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ করে আগুন ছুঁড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এডওয়ার্ড আর রয়বাল ফেডারেল বিল্ডিং, মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার ও ১০১ ফ্রিওয়ের কাছে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভ না থামলে আরও কঠোর হবে সরকার। এক্স-এ দেওয়া বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দরকার হলে মেরিন সেনা মোতায়েন করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

ট্রাম্পের পর মোদিকে জোর ধাক্কা মেক্সিকোর, ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ কর চাপাল

স্বাস্থ্যকেন্দ্রে মহিলা চিকিৎসককে পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল আচরণ ভারতীয় বংশোদ্ভূত যুবকের!‌ গ্রেফতার করল কানাডার পুলিশ

গোয়া অগ্নিকাণ্ড: থাইল্যান্ডে আটক নৈশ ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ