এই মুহূর্তে




বিক্ষোভের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, মুখোশধারীদের গ্রেফতারের নির্দেশ ট্রাম্পের




নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয়বারের জন্যে দেশের কুর্সিতে বসেই দাপট দেখাতে শুরু করেছেন আমেরিকার নয়া নিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের উৎখাত করতে ব্যাপক অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এবং তাতেই পাল্টা বিক্ষোভ দেখাচ্ছে অভিবাসীরা। বর্তমানে বিষয়টি সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভের আগুনে ফুঁসছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। এবার বিক্ষোভে সামিল মুখোশধারীদের গ্রেফতার করার নির্দেশ দিলেন ট্রাম্প। সোমবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ‘মুখোশধারী বিক্ষোভকারী দের গ্রেফতার করুন এক্ষুনি।’

যদিও এই রণক্ষেত্র পরিস্থিতিতে মাস্ক পরে কেউ বিক্ষোভ দেখাতে তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে ছিলেন ট্রাম্প। উল্লেখ্য, গত ৬ জুন শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসী তাড়াতে অভিযান চালাচ্ছে ক্যালিফোর্নিয়া পুলিশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ICE। এ সময় শহরের প্যারামাউন্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিবাসীরা।

কারণ এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই অভিবাসীদের বাস। যাঁরা লাতিন আমেরিকার দেশ ও মেক্সিকো থেকে এসেছেন। তাঁদের মধ্যে অনেকেরই বৈধ কাগজপত্র নেই এবং তারা মূলত স্প্যানিশ ভাষায় কথা বলেন। তাই তাঁদের দেশ থেকে উৎখাত করতে ট্রাম্পের নির্দেশে অভিযান চালাচ্ছে পুলিশ। কিন্তু এই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়েছে শহরের অন্যান্য অংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে বেরিয়ে যেতেই শনিবার ন্যাশনাল গার্ডের প্রায় দুই হাজার কর্মীকে মোতায়েন করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে। বিক্ষোভকারীদের ভয়ে সরকারি ভবনের আশপাশে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতির থেকে বেশি অবনতি হচ্ছে। বিক্ষোভকারীরা পুলিশের একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। অন্যদিকে বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়ছে পুলিশ এবং লাঠিচার্জ করছে। ইতিমধ্যেই এই সহিংসতা ছড়ানোর অভিযোগে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। এখনও তল্লাশি চলছে। এদিকে এই হামলার ঘটনাটি লাইভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে জখম হয়েছেন অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের একজন মহিলা সাংবাদিক। যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘চরম পরিণতির জন্য তৈরি থাকুন’, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

মোসাদের আরও এক ‘গুপ্তচরকে’ ফাঁসিতে ঝোলাল ইরান

ইরানের ছয় বিমানবন্দরে অতর্কিত হামলা, বহু যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইজরায়েল

শাস্তি দেওয়ার কাজ চলবে, ইজরায়েলকে হুঁশিয়ারি খামেনির

সিরিয়ার রাজধানী দামাস্কাসে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় মৃত অন্তত ১৫

সর্বনাশের খবর, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের সংসদ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ