এই মুহূর্তে




পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় সরকারি গাড়িতে বোমা হামলা, নিহত ৫




নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। বুধবার (২ জুলাই) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় একজন সহকারী কমিশনার-সহ কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় না নিলেও পুলিশ আধিকারিকদের সন্দেহ জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি) ওই প্রাণঘাতী হামলার পিছনে রয়েছে। 

গত কয়েক বছর ধরেই জঙ্গি হামলায় কার্যত বিপর্যস্ত খাইবার পাখতুনখোয়া। নিয়মিত হামলা চালিয়ে চলেছে তালিবান তেহরিকে পাকিস্তান ও বালুচিস্তান লিবারেশন আর্মির জঙ্গিরা। অধিকাংশ ক্ষেত্রেই জঙ্গিদের নিশানা সরকারি কর্মচারি ও সেনা। খাইবার-পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ মালাকান্দ জানিয়েছেন, ‘খার তহসিলের সাদিকাবাদ এলাকার নওয়াগাই রোডে সহকারী কমিশনার (এসি) ফয়সাল সুলতানের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় অজ্ঞাতপরিচয়ধারী সন্ত্রাসীরা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ছিন্নভিন্ন হয়ে যায় সহকারী কমিশনার ফয়সাল সুলতান, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম এবং পুলিশ কনস্টেবল রশিদ। গুরুতর জখম হন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। বোমা হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। হামলাকারীদের ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়।

সরকারি কর্মীদের নিশানা করে বোমা হামলার নিন্দা করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আল আমিন গন্দারপুর জানিয়েছেন, স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রাণঘাতী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার নির্দেশ দেওয়া হয়েছে।   

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিরিয়ার তাহরির আল শামের উপর থেকে জঙ্গি তকমা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের

মৃত্যুপুরী টেক্সাস, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৮০, নিখোঁজ বহু

ব্রিকসের ‘আমেরিকাবিরোধী’ নীতির সঙ্গে যুক্ত হলে আরও ১০ শতাংশ কর! ঘোষণা ট্রাম্পের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ