এই মুহূর্তে

মধুচন্দ্রিমা নিয়ে প্রশ্ন করায় কমেডিয়ানকে চড় পাকিস্তানি গায়িকার  

আন্তর্জাতিক ডেস্কঃ লাইভ শো চলাকালীন সময় কমেডিয়ান  শেরি নানহাকে চড় মারলেন পাকিস্তানি গায়িকা  শাজিয়া মঞ্জুর। কারণ, ওই নানহা ‘হানিমুন’ নিয়ে প্রশ্ন করে শাজিয়াকে। আর তারপরেই কমেডিয়ানের ওপর রেগে যান গায়িকা। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানি গায়িকা  শাজিয়া মঞ্জুরের একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন  কমেডিয়ান  শেরি নানহা। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় কমেডিয়ান আচমকাই  গায়িকা  শাজিয়া মঞ্জুরকে ‘হানিমুন’ নিয়ে প্রশ্ন করেন।  শেরি নানহা বলেন, ‘আমাদের বিয়ের পর তোমাকে মন্টে কার্লোতে হানিমুনে নিয়ে যাব। আপনি কিসে করে যাবেন ? তা জানতে পারি।‘ এটা শুনেই মঞ্জুরা রেগে যান এবং অপ্রত্যাশিতভাবে ঝগড়া করা শুরু করে। শুধু তাই নয় গায়িকা কমেডিয়ানকে বেশ কয়েকবার আঘাত এবং “third-class” বলে অভিহিত করেন।

এই ঘটনার পরেই পরিস্থিতি সামাল দিতে সঞ্চালক মহসিন আব্বাস হায়দার হস্তক্ষেপ করেন। এরপরেই গায়িকা অনুষ্ঠান থেকে ঝড়ের বেগে বেরিয়ে আসেন এবং বলেন, ‘তিনি আর কখনও শোতে উপস্থিত হবেন না।‘  ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। তবে এই ভিডিওটি সত্যতা নিয়ে জল্পনা ছড়িয়েছে। কেউ বলেছেন , এটি ঘটনাটি পূর্ব কল্পিত ছিল।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কবে রিলিজ হবে ‘বর্ডার ২’? সানি দেওলের কাছে জানতে চাইলেন পাকিস্তানি ভক্ত

৯ বছরের বড় আমেরিকান মহিলার প্রেমে পড়লেন অন্ধ্রের যুবক, তাক লাগাবে যুগলের ‘লাভ স্টোরি’

ইরানে ক্রমশই ছড়াচ্ছে ‘মোল্লা হটো’ আন্দোলন, নিহতের সংখ্যা বেড়ে ৩৫

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত একই পরিবারের ৩ জনের

মাদুরোকে বন্দি করায় ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার প্রস্তাব সিআইএ এজেন্ট মাচাদোর

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট ভবনের কাছে ড্রোন হামলা, মার্কিন যোগ না থাকার দাবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ