এই মুহূর্তে




রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, দাবি ফরাসি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার হবে মহাকাশ। ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচলের কেন্দ্র তুলুসে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। তাঁর অভিযোগ, মহাকাশে পারমাণবিক অস্ত্র (Nuclear weapons) মজুত করছে রাশিয়া (Russia)। এই দাবির পরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সবকিছু মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ফ্রান্স। তাও জানিয়েছেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)-র অভিযোগ করে জানিয়েছেন, ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর মহাকাশ থেকে গুপ্তচরের কাজ পরিচালনা করছে। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার মহাকাশযানগুলো ফরাসি উপগ্রহকে পর্যবেক্ষণ করে চলেছে। ফরাসি মহাকাশে স্টেশনগুলোর জিপিএস সিগনালিন জ্যাম ও সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে অভিযোগ। রাশিয়ার এই কাজগুলোতে আশঙ্কা করা হচ্ছে হুমকি হিসেবে।

প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র (Nuclear weapons) মজুত করছে। এর মোকাবিলা করার কথাও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট (French President)। ফ্রান্স রাশিয়ার এই হুমকির মোকাবিলা করতে তৈরি রয়েছে, তা মোটের ওপর জানিয়েছেন।  আগামী ২০৩০ সাল পর্যন্ত মহাকাশ সামরিক খাতে অতিরিক্ত ৪.২ বিলিয়ন বিনিয়োগ করার কথা জানিয়েছে তিনি। রাশিয়ার হুমকি সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত ফ্রান্স (French)। তবে কোন কোন খাতে এই বিপুর পরিমাণ অর্থ ব্যয় করা হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে মনে করা হচ্ছে, এমন কিছু লঞ্চার (Launcher) ও উচ্চমাত্রার থ্রাস্ট ইঞ্জিন (high-thrust engine) তৈরি করা হবে, যেগুলো একাধিকবার ব্যবহার করা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভারত-আফগানিস্তানের সঙ্গে দ্বিমুখী লড়াইয়ে প্রস্তুত পাকিস্তান’, হাস্যকর দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ