এই মুহূর্তে




‘আমরা কি নারীদের খেলাকে গুরুত্ব দিই?’ নিজের দেশের নিন্দা করে ভারতের জয়গান প্রোটিয়া অভিনেত্রীর

নিজস্ব প্রতিনিধি: ৪৭ বছর পর আইসিসি ওডিআই মহিলা বিশ্বকাপে জয় হয়েছে ভারতের। দেশের কন্যাদের নিয়ে এখন গোটা দেশ হুল্লোড়ে মেতেছে। গতকাল রাত ১২.১০ মিনিট নাগাদ শেষ হয় ম্যাচ। ভারী বৃষ্টিপাতের জন্যে খেলা শুরু হতে অনেক দেরি হয়েছিল, সেই কারণেই ম্যাচ শেষ হতে দেরি হয়। তবে আগে শুরু হোক বা দেরিতে, রবিবার তুখোড় এনার্জি নিয়ে মাঠে নেমে ছিলেন ভারতের রানিরা। অবশ্য দক্ষিণ আফ্রিকার কন্যারাও জেতার জন্যে নিজেদের বেস্টটা দিয়েছেন। কিন্তু ভারতের লেডি ব্যাটার, বোলারদের দাপটে মাত্র ২৪৬ রানেই অল আউট হয়ে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। আর ৫২ রানে জিতে যায় ভারত। বিশ্বকাপ ফাইনালে স্মৃতি মান্ধানা, শেফালি শর্মা, দীপ্তি শর্মাদের চওড়া ব্যাটে ৫০ ওভারে ২৯৮ রান করে ভারত। কিন্তু ২৯৯ রান তাড়া করতে নেমে মাত্র ২৪৬ রানের মাথাতেই ম্যাচ গুটিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে যেমন ব্যাটিং দক্ষতা দেখিয়েছে ভারত, তেমনি ছিল দীপ্তি, শেফালি বর্মাদের বোলিংয়ের দক্ষতা। দীপ্তি একাই ৫ উইকেট নিয়েছেন। অন্যদিকে অধিনায়ক হরমনপ্রীত কৌর, রাধা যাদব, আমনজ্যোৎ কৌর, ক্রান্তিদের ক্যাচ লোপার দৃশ্যগুলি দেখার মতো ছিল। বিশ্বকাপ জিতে ভারত আবারও প্রমাণ করল, যে ভারতের ছেলেদের থেকে মেয়েরাও কোনও অংশে কম নয়। মেয়েরা যেমন হাতে খুন্তি তুলতে পারে, তেমনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটও পেটাতে পারে। হরমন প্রীতদের প্রশংসা এখন দেশজুড়ে। এমনকী দেশ পেরিয়ে বিদেশেও ভারতীয় নারীদের নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। বিশেষ করে, যে দেশকে বাড়িয়ে ভারত বিশ্বকাপ জয় পেয়েছে, সে দেশ তথা দক্ষিণ আফ্রিকার অভিনেত্রীরাও ভারতের প্রশংসা করছে। নিজের দেশের খেলোয়াড়দের সমালোচনা করছেন। দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী-লেখিকা থানজা ভুর, গর্বের সঙ্গে নিজেকে “ক্রিকেট পাগল” বলে দাবি করেছেন। এবং তিনি দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলকে দেশকে না জেতানোর জন্যে তীব্র সমালোচনা করেছেন। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করে ভারতীয় মহিলা দলের প্রশংসা করেছেন।

 

তাঁর কথায়, “ভারত, তুমি এই বিশ্বকাপ জিতেছো। তোমাদের অভিনন্দন। তবে আমাকে শুধু কয়েক মিনিট সময় দাও, কারণ আমি প্রথমেই বলব, তোমরাই জয়ের যোগ্য। কেনান সচিন টেন্ডুলকার, রোহিত শর্মা এবং ভিভিএস লক্ষ্মণ-সহ ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরা তাঁদের মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিতে স্টেডিয়ামে এসেছিলেন, এমন সুযোগ দক্ষিণ আফ্রিকার আইকনরা দেখাননি। দক্ষিণ আফ্রিকা থেকে কেই তাদের দেশকে সমর্থন জানাতে যায়নি। তাই এদিক দিয়ে ভারত মহান। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা কোথায় ছিল? ওহ, এই অনুষ্ঠানটি ওদের জন্য যথেষ্ট হাই প্রোফাইল ছিল না। তাই যায়নি।’ এরপর দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী নারীদের খেলাধুলার প্রতি তার দেশের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্রীড়ামন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত না থাকায় হতাশা প্রকাশ করেছেন। তার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

বোরখা না পরলে মিলবে না চিকিৎসা, নতুন নিদান আফগানিস্তানে

ইসলামাবাদে বিস্ফোরণের পরেই আফগানিস্তানে ফের হামলার হুঙ্কার পাক প্রতিরক্ষামন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ