এই মুহূর্তে




থাইল্যান্ডে এক দিনের প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত সুরিয়া জুংরুংরুয়াংকিত




আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন সুরিয়া জুংরুংরুয়াংকিত। এর আগে প্রধানমন্ত্রী ছিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। তাঁর পদ সাময়িকভাবে স্থগিত হয়েছে। সুরিয়া ছিলেন উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব সুরিয়া জুংরুংরুয়াংকিত সামলাবেন মাত্র ১ দিন। অর্থাৎ আজ বুধবারই (২ জুলাই) তার প্রধানমন্ত্রীত্ব শেষ হচ্ছে।

সাময়িক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সুরিয়া ব্যাংককে একটি অনুষ্ঠানে যোগ দেন। তারপর প্রধানমন্ত্রীর কাজ শুরু করেন। ব্যাংকের এই অনুষ্ঠানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিষ্ঠার ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়।

সাংবাদিকরা সুরিয়া জুংরুংরুয়াংকিতকে তাঁর সংক্ষিপ্ত মেয়াদ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনও উত্তর মেলেনি। তবে তিনি জানান, একজন প্রধানমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি চূড়ান্ত কাগজে স্বাক্ষর করা। সেই স্বাক্ষরের মাধ্যমে সুরিয়া বৃহস্পতিবার (৩ জুলাই) উত্তরসূরির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

থাই রাজনীতিতে বহু বছর ধরে রয়েছেন সুরিয়া জুংরুংরুয়াংকিত। তাই তিনি যে রাজনৈতিক জগতে যথেষ্ট ‘অভিজ্ঞ’ তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক হাওয়া যেদিকে যায় সুরিয়াও সেদিকে থাকাই পছন্দ করেন। ক্ষমতাসীন দলের আনুগত্য প্রকাশে কখনও পিছুপা হন না তিনি।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিকতার মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে পেতংতার্নের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। সেই কারণেই তার প্রধানমন্ত্রীত্ব স্থগিত করা হয়।

পেতংতার্নের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়। সেখানেই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে  তিনি ‘কাকা’ সম্বোধন করেন । শুধু তাই নয়, এর পাশাপাশি এক থাই সামরিক কর্মকর্তার সমালোচনাও করেন। এই ফোনালাপ ভাইরাল হতেই ওঠে বিতর্কের ঝড়। জোরালো হয় পেতংতার্নের পদত্যাগের দাবি।

প্রধানমন্ত্রীত্ব শেষ হলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই। আজ বুধবার জানা যাবে, সুরিয়া কেবল আনুষ্ঠানিকতা পূরণ করেই তার ‘এক দিনের’ প্রধানমন্ত্রীত্ব শেষ করবেন নাকি রেখে যাবেন বিশেষ কোনও চমক তা বলবে সময়ই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৬০

পদ্মফুলে কেন বিরাজ করেন দেবী লক্ষ্মী? জেনে নিন অজানা কাহিনি

দামাস্কাসে সিরিয়ার সেনা সদর দফতরে ইজরায়েলি হামলা

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘দেশে ভিক্ষুক নেই’, বিতর্কিত মন্তব্যের জেরে পদ হারালেন কিউবার মন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ