এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বন্ধের মুখে মার্কিন ডাক ব্য়বস্থা, এক বছরে ক্ষতি ৬৫০ কোটি ডলার

Custardy: Google

আর্ন্তজাতিক ডেস্ক: বর্তমানে বড় ধরনের ক্ষতির মুখে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দ্য ইউ এস পোস্টাল সার্ভিস ৬৫০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনকি আগামী বছরও তারা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছে।

রয়টার্সের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসের রাজস্ব কমে ৭৮ দশমিক ২ বিলিয়ন ডলার বা ৭ হাজার ৮২০ কোটি ডলারে নেমেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্ষতি হয়েছে ২ দশমিক ৬ বিলিয়ন বা ২৬০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ বলছে, এই ক্ষতি তাদের ধারণার বাইরে এবং তা ঠিক পুষিয়ে নেওয়ার মতো নয়। তারা এতে খুশি নয়। জানা গেছে, তাদের প্রথম শ্রেণির ডাক সেবার চাহিদা ১৯৬৮ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ অনেক দিন ধরেই আর্থিক ক্ষতিতে ভুগে চলেছে। ই-মেইল এবং হোয়াটসঅ্যাপের যুগে মানুষ চিঠি লেখা ছেড়েই দিয়েছে। স্বাভাবিকভাবেই ডাক বিভাগ ক্ষতির মুখে। এই বাস্তবতায় সংস্থাটি পুনর্গঠনের পরিকল্পনা হাতে নেয় ২০২১ সালে। তখন তারা ধারণা করেছিল, আগামী এক দশকে ১৬০ বিলিয়ন বা ১৬ হাজার কোটি ডলারের সম্ভাব্য ক্ষতি এড়ানো যাবে।

এ দেসের পোস্টমাস্টার জেনারেল লুইস ডি জয় রয়টার্সকে জানিয়েছে, খরচ কমানোসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরও ২০২৪ সালের আগে লাভ-ক্ষতি সমান-সমান করা যাবে না। তবে ২০২১ সালে যে ১৬ হাজার কোটি ডলার ক্ষতির সম্ভাবনা ছিল, সেটা ৬০ বিলিয়ন বা ৬ হাজার কোটি ডলারে নামানো গেছে।

ক্ষতিবৃদ্ধির পেছনে অবশ্য হিসাব বিজ্ঞানের পদ্ধতিগত পরিবর্তনের প্রভাব আছে। বিভিন্ন ছাড়ের হার পরিবর্তন ও অ্যাকচুয়ারিয়াল পুনর্মূল্যায়নের কারণে এটি ঘটেছে। এই পরিস্থিতিতে ডাক বিভাগ আগামী বছর পরিবহন ব্যয় কমাতে চায় ১০০ কোটি ডলার। এদিকে ২০২২ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউএসপিএসের জন্য ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজে নির্ধারণ করেছিলেন।

গত অক্টোবরে ইউএসপিএস জানায়, প্রথম শ্রেণির ডাক মাশুল ৬৬ সেন্ট থেকে বাড়িয়ে ৬৮ সেন্ট করার অনুমোদন চাইছে তারা, যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০১৯ সালের পর স্ট্যাম্পের দাম ৩২ শতাংশ বেড়েছে। প্রথম শ্রেণির ডাকে যুক্তরাষ্ট্রের মানুষ সাধারণত পরিষেবা মাশুল ও চিঠি পাঠায়। সে জন্য সব শ্রেণির ডাকের মধ্যে এই প্রথম শ্রেণির ডাক থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাইসির মৃত্যুতে ইরান পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক, ঘোষণা খামেইনির

বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা যে সব বিশ্ব নেতার প্রাণ কেড়েছে

মহাকাশে দীর্ঘদিন থাকলে নভোচারীদের শরীরে কী পরিবর্তন হয় ?

ইরানের রাষ্ট্রপতির মৃত্যুর খবরে অস্থিরতা জ্বালানি তেলের বাজারে

চপার ভেঙে নিয়ে নিহত রাইসি, ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর