এই মুহূর্তে




মৃত্যুপুরী টেক্সাস! ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ ২৭ শিশু




নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ বন্যায় রীতিমতো মৃত্যুপুরী হয়ে গিয়েছে আমেরিকার টেক্সাস। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ এবং নিখোঁজ এখনও ২৭ জন শিশু। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে হঠাৎ বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ জন। তাঁদের মধ্যে রয়েছে অন্তত ১৫ জন শিশু। এখনও নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন খ্রিস্টান ক্যাম্পের অন্তত ২৭ জন শিশু। নিখোঁজদের উদ্ধারে দিনরাত তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) ভোর থেকেই প্রবল বর্ষণের কারণে গুয়াদালুপে নদীর জল হঠাৎ করেই বেড়ে যায়। ২৪ ঘণ্টা টানা ভারী বৃষ্টিপাতের জেরে গুয়াদালুপে নদীর জল মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায়। তাতেই এই বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই তখন সবাই ঘুমিয়েছিলেন, যে কারণে আগাম সতর্কতা দেওয়ার সুযোগ পাননি কেউ।

জানা গিয়েছে, নিখোঁজ হয়ে যাওয়া মেয়ে শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্পটি ‘ক্যাম্প মিস্টিক’ নামে পরিচিত। সেখানে মোট ৭৫০ জন মেয়ে শিশু ছিল। এই ঘটনায় অধিকাংশ শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও ২৭ জন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৫০ জন মারা গিয়েছেন। আকস্মিক বন্যার কারণে কার কাউন্টিতে শত শত গাছ উপড়ে পড়েছে, যানবাহন উল্টে গিয়েছে এবং অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল কর্দমাক্ত এলাকায় ক্রমাগত অনুসন্ধান চালাচ্ছে। সহায়তায় যুক্ত হয়েছে মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টারও। এই বিষয়ে কারভিলের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস জানিয়েছেন, বন্যাটা এত দ্রুত শুরু হয়েছিল যে, কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। ৮ মিটার উঁচু ঢেউয়ের তাণ্ডবে ভেসে গিয়েছে ঘরবাড়ি ও যানবাহন। তবে আবহাওয়া এখনও শান্ত নয়। বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে। দুর্যোগ পুরোপুরি কাটেনি। অঞ্চলটিতে আরও ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় নতুন করে বন্যা পর্যবেক্ষণ চালু রাখা হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করার জন্য হেলিকপ্টার, ড্রোন এবং নৌকা ব্যবহার করা হচ্ছে। গাছ এবং ছোট দ্বীপ থেকেও মানুষ উদ্ধারের খবর পাওয়া গিয়েছে। কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত ৮৫০ জনেরও বেশি নিখোঁজকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

কের কাউন্টি শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, ‘এখন বন্যার জল কমতে শুরু করায় উদ্ধারকার্য জোরদার করা হয়েছে। এমন ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে হবে ভাবিনি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, মৃতদের মধ্যে এত বেশি শিশুর সংখ্যা। এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে—নিখোঁজ শিশুদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করা। সময় যত যাচ্ছে, ততই আশঙ্কা বাড়ছে।’ আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে কের এলাকায় যে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যেই এই বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গাছপালা এবং যানবাহন ভেসে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মার্কিন কংগ্রেসম্যান চিপ রয় বলেছেন যে কের কাউন্টিতে আকস্মিক বন্যা ‘শতাব্দীতে একবার’ ঘটে এমন বন্যা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৮০, নিখোঁজ বহু

ব্রিকসের ‘আমেরিকাবিরোধী’ নীতির সঙ্গে যুক্ত হলে আরও ১০ শতাংশ কর! ঘোষণা ট্রাম্পের

‘১৬ ঘণ্টা হাতকড়া পরিয়ে গরু-ছাগলের মতো ব্যবহার’, মার্কিন হেফাজত বিভীষিকাময় ফিলিস্তিনি নববধূর

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইজরায়েলের বিমানবন্দর

চাকরি খুঁজছেন শতবর্ষ পার করা বিশ্বের সবচেয়ে বুড়ো চিকি‍ৎসক

PNB কাণ্ডে আমেরিকায় গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ