-273ºc,
Friday, 9th June, 2023 3:31 am
নিজস্ব প্রতিনিধি: করোনার ভয়াবহ স্মৃতি এখনও দগদগে মানুষের মনে। এখনও বিদায় নেয়নি এই বৈশ্বিক মহামারী। সেই আবহে আরও এক মহামারীর জন্য বিশ্ববাসীকে প্রস্তত থাকার জন্য সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (World Health Organisation) এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus)। পরবর্তী মহামারী করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন।
৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে রিপোর্ট পেশ করার সময় হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) বলেন, ‘বিশ্ব স্বাস্থ্যের হুমকি হিসেবে কোভিড ১৯ শেষ নয়।’ তিনি আরও বলেন, ‘আরও অন্য একটি ভ্যারিয়েন্ট এর ফলে হঠাৎ করে রোগ বেড়ে গিয়েছে এবং মৃত্যু ঘটতে থাকছে।’ শুধু তাই নয় আরেকটি রোগজীবাণু উদ্ভূত হওয়ার ফলে মৃত্যুর সম্ভাবনা বেড়ে গিয়েছে বলে জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর সতর্ক করে বলেন, ‘যখন পরবর্তী মহামারী আসবে – তার মোকাবিলা করার জন্য আমাদের সম্মিলিতভাবে এবং যথাযথভাবে প্রস্তুত থাকতে হবে।’
উল্লেখ্য ২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনে প্রথম করোনা রোগীর সন্ধান মেলে। ২০২০ সালের মার্চের মধ্যেই বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ে। এই মারণ ভাইরাসের ফলে বিশ্বজুড়ে চলতে থাকে মৃত্যু মিছিল। সংক্রমণ রুখতে বিশ্বজুড়ে দফায়-দফায় লকডাউন হয়। করোনা মহামারির ধাক্কায় মুখ থুবড়ে পড়ে বিশ্ব অর্থনীতি।