এই মুহূর্তে




চাকরি খুঁজছেন শতবর্ষ পার করা বিশ্বের সবচেয়ে বুড়ো চিকি‍ৎসক




আন্তর্জাতিক ডেস্ক :বয়স পেরিয়ে গিয়েছে ১০০। কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে যান। তাই চাকরি খুঁজছেন ১০২ বছর বয়সী চিকিৎসক হাওয়ার্ড টাকার। জুলাইতেই তাঁর জন্মদিন। তার আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছেন। এখনও সেই জীবন উপভোগ করছেন। জানালেন তাঁর জীবন উপভোগ করার রহস্যের কথা। জানা গিয়েছে, ১০২ বছর বয়সে এসেও অধীর আগ্রহে নতুন একটা চাকরি খুঁজছেন ডা. হাওয়ার্ড টাকার।

১০২ বছর বয়সেও কারও কাজের আগ্রহের কথা শুনলেই অবাক লাগে। কিন্তু এটাই সত্যি। সূত্রের খবর, তিনি একটি প্রতিষ্ঠানে পড়াতেন। ২০২২ সালে সেটি বন্ধ হয়ে যায়। বর্তমানে রোগী না দেখলেও তাঁর দীর্ঘ কর্মজীবন ছিল নজরকাড়া। ১৯৫৩ সালে ডাক্তারি পাস করে কর্মজীবন শুরু করেছিলেন। তিনি একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হয়ে কাজ করেছেন। কোরিয়ান যুদ্ধে আটলান্টিক নৌবহরের প্রধান নিউরোলজিস্ট হিসেবে কাজ করেছেন।

সবথেকে অবাক করার বিষয় ৬৭ বছর বয়সে আইন নিয়েও ডিগ্রি অর্জন করেছেন। ১৯৮৯ সালে আইন ডিগ্রি পান। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের বার পরীক্ষাও পাস করেন। আইন নিয়ে পড়াশোনা করার জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করেননি। করোনা পরিস্থিতিতে রোগীদের সেবা করেছেন। এখনও শিক্ষকতা করছেন তিনি। ক্লিভল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ান বলে জানা গিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের আইনগত বিষয়ে শিক্ষা দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রভাব রয়েছে। লক্ষাধিক তাঁর ফলোয়ার।জানা গিয়েছে, তাঁর টিকটক অ্যাকাউন্টটি খুলে দেন নাতি অস্টিন ও বন্ধু টেলর ট্যাগলিয়ানেটি। এই চিকিৎসকের জীবন নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি হয়েছে।

দীর্ঘ কর্মজীবনে রহস্য জানাতে গিয়ে তিনি বলেছেন, জ্ঞনঅর্জন এবং যোগাযোগ সাধনই মূল লক্ষ্য। কাজ থেকে অবসর নিতে চাননা তিনি। গবেষণার কথাও তুলে ধরেন। এক বছর বাড়তি কাজ করার মানেই স্মৃতি বজায় রাখা। কাজের সময় সিদ্ধান্ত গ্রহণ করলে এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখলে মস্তিষ্ক সচল থাকে। মাথাকে যত কাজে লাগানো হয়, ততই মাথা সতেজ থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৬০

পদ্মফুলে কেন বিরাজ করেন দেবী লক্ষ্মী? জেনে নিন অজানা কাহিনি

দামাস্কাসে সিরিয়ার সেনা সদর দফতরে ইজরায়েলি হামলা

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘দেশে ভিক্ষুক নেই’, বিতর্কিত মন্তব্যের জেরে পদ হারালেন কিউবার মন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ