এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দুয়ারে সরকারের প্রথম দিনেই সাড়ে ৪ লক্ষ মানুষের যোগদান

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালের ১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যবাসীর কাছে রাজ্য সরকারের হরেক আর্থসামাজিক প্রকল্পের সুবিধা তুলে দিতে চালু করেন দুয়ারে সরকার(Duare Sarkar) কর্মসূচী। তারপর থেকে ৭টি দুয়ারে সরকার কর্মসূচী আয়োজিত হয়েছে রাজ্যে। তাতে লাভবান হয়েছেন ৮ কোটিরও বেশি মানুষ। গতকাল থেকে শুরু হয়েছে অষ্টম দুয়ারে সরকার কর্মসূচী। আর সেই কর্মসূচীর প্রথম দিনেই সাড়ে ৪ লক্ষ মানুষ যোগ দিয়েছেন এই শিবিরে। বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প সহ ৩৬টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা দিয়েছে মানুষ। গতকাল রাজ্যজুড়ে মোট ৯ হাজার ৯৪টি শিবিরের আয়োজন করা হয়েছিল। আবেদনপত্র পরীক্ষা করে দুই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৪৫১টি শিবিরের মাধ্যমে পরিষেবা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে এই পর্যায়ে রাজ্যজুড়ে মোট ১ লক্ষ ২ হাজার ৮৩টি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার Bhabishyat Credit Card, Student Credit Card এবং Kishan Ctedit Card’র মাধ্যমে ঋণ নিশ্চিত করতে State Level Bankers Committee’র সঙ্গে সাম্প্রতিক কালে একটি বৈঠক ডেকেছিল। সেই বৈঠকে বেশ কিছু ব্যাঙ্কের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে ছিলেন রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ, রাজ্যের ক্ষুদ্রশিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে এবং রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। বৈঠকে দুয়ারে সরকারের মাধ্যমে আরও অন্তত ১ লক্ষ ২০ হাজার Bhabishyat Credit Card’র আবেদন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেই অনুযায়ী ব্যাঙ্কগুলি যাতে আবেদন মঞ্জুর করার ওপর জোর দেয়, বৈঠকে তাও বলা হয়েছে। এখনও পর্যন্ত ১ লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে থেকে মাত্র ২০ হাজার আবেদনকারী Bhabishyat Credit Card’র মাধ্যমে ৪০০ কোটি টাকার ঋণ পেয়েছেন। সংখ্যাটি দ্রুত বাড়ানোর বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে।     

এবার দুয়ারে সরকারে নতুন করে ১ লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়তে পারে Bhabishyat Credit Card’র জন্য। অন্যদিকে অমীমাংসিত রয়েছে আরও লাখ খানেক আবেদন। এই ২ লক্ষাধিক আবেদনের মধ্যে এবার অন্তত লাখ দুয়েক আবেদন মঞ্জুর হবে বলে আশা করা হচ্ছে। সেই সুবাদে অন্তত ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে রাজ্যের ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রে। Student Credit Card’র মাধ্যমে ঋণ প্রদানে যাতে কোনওরকম গাফিলতি না হয়, সেদিকেও ব্যাঙ্ক কর্তাদের নজর দিতে বলা হয়েছে রাজ্যের তরফে। এখনও পর্যন্ত ৬১ হাজার ২০০ জন আবেদনকারী Student Credit Card’র মাধ্যমে উচ্চশিক্ষার জন্য ২ হাজার কোটি টাকার ঋণ পেয়েছেন। তবে ব্যাঙ্কগুলির কাছে এখনও আবেদন পড়ে আছে হাজার বিশেক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাত পোহালেই মাধ্যমিকের ফল ! কীভাবে জানবেন রেজাল্ট

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বন্ধ লেজার লাইট

তীব্র গরমে বাড়ছে লোডশেডিং, নাজেহাল অবস্থা আমজনতার

‘মানুষ ঠিক করে নিন, কে প্রকৃত প্রার্থী’, কুণালের মন্তব্যে নয়া বিতর্ক

প্রখর রোদে ভোট প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ সোহম, এখন কেমন আছেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর