নিজস্ব প্রতিনিধিঃ কসবার স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যুর জল গড়াল হাইকোর্টে অবধি। দশম শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হল হাইকোর্টে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ ও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হচ্ছেনা বলে অভিযোগ পরিবারের। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কসবার ‘সিলভার পয়েন্ট’ নামক বেসরকারি স্কুলের নীচ থেকে উদ্ধার হয় দশম শ্রেণীর পড়ুয়ার মৃতদেহ। প্রজেক্ট জমা দিতে না পারায় স্কুলের তরফে ছাত্রকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল। এমনকি টিসি দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপরই উদ্ধার হয় পড়ুয়ার মৃতদেহ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রজেক্ট নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়। তাঁকে শিক্ষিকা বলেন, এর জন্য শাস্তি পেতে হবে। এরপরই এই ঘটনা। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়। পরিবারের দাবি, দ্বিতিয়বার ময়নাতদন্ত করা হোক।পাশাপাশি যে ঘরে ওই ছাত্র শেষবার ছিলেন সেখানের সিসিটিভি ফুটেজ দেখানো হোক। এই মর্মে এবার তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হলেন।