এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আকাশ ছোঁয়া জ্বালানির দাম, মোদিকে বিঁধে পোস্টার বাস সংগঠনের

নিজস্ব প্রতিবেদক:  রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে জ্বালানির দাম। এই নিয়ে ১৬ দিনে মোট ১৪ বার দাম বেড়েছে জ্বালানির। আগেই সেঞ্চুরি পার করেছিল পেট্রোল। কলকাতায় পেট্রোলের দাম ১১৩ টাকা ৪৫ পয়সা। আর ডিজেলের দাম রাজ্যের অধিকাংশ জায়গায় ছুঁয়েছে ১০০। প্রসঙ্গত মঙ্গলবারেই উত্তর ও দক্ষিণের তিনটি করে মোট ছটি জেলায় দাম বেড়েছিল ডিজেলের। পেট্রোলের দাম বুধবার বেড়েছে লিটার প্রতি ৪২ পয়সা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৪০ পয়সা। এভাবেই রোজ ‘কিছু’ করে পয়সা বেড়ে চলেছে। আর তাতেই মাথায় হাত আমজনতা থেকে যান ব্যবসায়ীদের। আর মূল্যবৃদ্ধির প্রতিবাদ অভিনব পদ্ধতিতে জানিয়েছে বাস সংগঠন। কটাক্ষ করা হয়েছে মোদি (Modi) সরকারকে!

ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স এ্যাসোসিয়েশন এবং মিনিবাস অপারেটর্স কো- অর্ডিনেশন কমিটি থেকে জানানো হয়েছে প্রতিবাদ। সেই নিয়ে বানানো হয়েছে ফ্লেক্স, ব্যানার। এমনকি রাস্তার ধারে, বাস স্ট্যান্ডে তা ঝোলানোর পাশাপাশি সেই ছবি দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইটে। তা ভাইরাল হয়েছে মুহূর্তেই। ছবিতে দেখা যাচ্ছে, ভারতের ক্রিকেট জার্সি পরে মোদি হাসছেন। হাতে ধরা ব্যাট, তা রয়েছে কাঁধে। ব্যাটে লেখা ‘ডিজেল’। অন্য হাত ছড়িয়ে দিয়েছেন কাঁধ বরাবর অন্যদিকে। যেন সেঞ্চুরি করে মাঠ থেকে গ্যালারি ভর্তি দর্শকের দিকে তাকিয়ে গর্বের হাসি হাসছেন। ব্যানারের অন্যদিকে ছবি রয়েছে সোনার সিন্দুক ভর্তি টাকার। সিন্দুকের চারদিকে ছড়িয়ে পড়ছে টাকা। ঠিক তার ওপরেই রয়েছে রক্তের অনেক দাগ। যেন পায়ে রক্ত মেখে হেঁটে গিয়েছে কেউ।

বোঝাই যাচ্ছে, এই পোস্টারে বলা হয়েছে সাধারণ মানুষের রক্ত জল করা টাকা শুষে বা মানুষকে পা দিয়ে নির্মম ভাবে পিষে টাকা আদায় করে রাজ কোষ পূর্ণ করছে মোদি সরকার। পোস্টারে লেখা রয়েছে, ‘ আচ্ছে দিন? ছিঃ! ছিঃ! ছিঃ! আবারও সেঞ্চুরি’। প্রসঙ্গত, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে বিঁধেছে রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এভাবে দাম বাড়ালে সবকিছুর দাম বাড়িয়ে ফায়দা তুল্বে অসাধু ব্যবসায়ীরা। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন রুটে ইচ্ছে মত দাম বাড়াচ্ছে একাধিক বাস (Bus)। ফলে মাথায় হাত যাত্রীদের। আবার দাম বাড়ানো ছাড়া উপায় নেই বাস মালিকদের। তবে এরই মাঝে কেউ কেউ ভাড়া নিচ্ছেন তেলের মূল্য বৃদ্ধির থেকেও অতিরিক্ত।

ডিজেলের (Diesel) দাম রাজ্যের একাধিক জায়গায় ১০০ পার হয়েছে। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনেই কলকাতায় দাম বাড়বে ডিজেলের। এই পরিমাণ পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাই বলাই বাহুল্য এই অভিনব পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে ঝড়ের গতিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর