এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অর্জুনকে ঘিরে অস্বস্তি এখনও কাটছে না বঙ্গ বিজেপির

নিজস্ব প্রতিনিধি: পাটশিল্পের(Jute Industry) দুরবস্থা নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের(Piyush Goyal) সঙ্গে দেখা করার পর শনিবার রাতে আন্দোলনের রাস্তা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। দ্রুত পাটশিল্পের সমস্যা দূর হবে বলে তিনি আশ্বাসও যুগিয়েছিলেন। তা দেখে বঙ্গ বিজেপির(Bengal BJP) অনেক নেতাই ভেবেছিলেন এবার বোধহয় অর্জুন বিপত্তি এড়ানো গেল। কিন্তু রবি সকালে বেলা গড়াতেই ফের কালো মেঘ হানা দিল অর্জুন আর বঙ্গ বিজেপির মধ্যে। কেননা জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ সোমবার কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগে মহামিছিলের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই মিছিলে থাকার কথা ছিল অর্জুনের। কিন্তু জানা গিয়েছে তিনি থাকছেন না মিছিলে। শুধু তাই নয়, চট করে যে তিনি আন্দোলন থেকে সরে আসছেন না সেটাও এদিন জানিয়ে দিয়েছেন।

শনিবার বিকালেই বিমান ধরে দিল্লি(New Delhi) গিয়েছিলেন অর্জুন। সূত্রে জানা গিয়েছিল অর্জুন যাতে বেহাত না হন আবার আন্দোলন গড়ে দল ও কেন্দ্রের সরকারকেও যাতে বিপাকে ফেলতে না পারেন তার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে পদক্ষেপ করা হয়েছিল। সেখান থেকেই নির্দেশ যায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের পাশাপাশি অর্জুন সিংয়ের কাছেও। দুইজনকে মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার বার্তা দেওয়া হয়েছিল। সেই বার্তার জেরেই অর্জুন নিজের দিল্লির বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। সেই বৈঠক করতেই তড়িঘড়ি গতকাল দিল্লি যান অর্জুন। রাতে বৈঠক সেরে নিজে টুইটও করেন অর্জুন। জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আশা করছেন সমস্যার সমাধান হয়ে যাবে। রবি সকালে তিনি অবশ্য জানান, এখনই লড়াই ছাড়ছেন না। বাংলার পাটশিল্প নিয়ে নিজের দাবিপূরণের লক্ষ্যে লড়াই চালিয়ে যাবেন তিনি। জানিয়েছেন, ‘পীযূষজি আমার দাবি শুনে সবই মেনে নিয়েছেন। গোটা বিষয়টা নিয়ে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলেছেন। আমাকেও কথা বলতে বলেছেন। আমি সোমবারই দেখা করতে যাচ্ছি।’

সেই সঙ্গেই জানিয়েছেন সোমবারের মিছিলে তিনি থাকছেন না। বলেছেন, ‘আমার কাছে এখন বাংলার পাটশিল্পকে বাঁচানোই প্রধান লক্ষ্য। মিছিলে বাকিরা সকলেই তো থাকবেন। আমি না থাকলেও চলবে।’ বিকালের দিকে তিনিই আবার জানান, ‘রাজনীতিতে ললিপপ হাতে নিয়ে আসিনি। পাটশিল্পের সমস্যা সমাধান না হলে পথে নেমে আন্দোলন করব। আন্দোলন চলবে। যতক্ষণ না পাই, ততক্ষণ আন্দোলন চলবে। ওই সব লালিপপ নিয়ে আমি রাজনীতি করি না। বহু ললিপপ আমি দেখেছি। শেষে গিয়ে সব ধরাশায়ি হয়ে যায়। এটা সুরাহা না হলে, ব্যাপক ভাবে আন্দোলন হবে। দলের বিরুদ্ধে না, দলের পক্ষে সেটা পরের কথা। রাস্তায় নামব এটা নিশ্চিত।’ আগামিকাল বেলা ১১টা নাগাদ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠকে বসবেন অর্জুন। সেখানে কোনও রফাসূত্র বার হয় কিনা সেই দিকেই সকলে তাকিয়ে থাকবেন। তবে তার আগে এদিন দুই দফায় অর্জুন যে বিবৃতি দিলেন তাতে পরিষ্কার বঙ্গ বিজেপিতে অর্জুনকাণ্ড আপাতত ধামাচাপা পড়ছে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হোটেল থেকে জখম অবস্থায় উদ্ধার রূপান্তরকামী মহিলা

‘রাজভবনে ডাকলে আর যাব না, আপনার পাশে বসাও পাপ!’, সরব মমতা

কলকাতা সহ ৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বেসরকারি বাসে টাঙাতে হবে ভাড়ার সুস্পষ্ট তালিকা, নির্দেশ আঞ্চলিক পরিবহণ দফতরের

নওশাদের জমি কাড়তে এবার ভাঙড়ে জনসভা অভিষেকের, ত্রস্ত আইএসএফ

দক্ষিণ কলকাতায় প্রকাশ্য রাস্তায় যুবতী ও তার বন্ধুর ওপর দুষ্কৃতীদের হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর