এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৮০ হাজার বুথে ২৪ লক্ষ কর্মী চাই, মাথায় হাত বঙ্গ বিজেপির

নিজস্ব প্রতিনিধি: ‘আপকে বার ২০০ পার’, এই শ্লোগানই একুশের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে বেঁধে দিয়েছিলেন অমিত শাহ(Amit Shah)। এখন বঙ্গ বিজেপির(Bengal BJP) অনেক নেতাই বলেন, সেদিন ওই ২০০ আসনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল বলেই ৭৭টি আসন মিলেছিল। সেই হিসাব মাথায় রেখেই এবার বঙ্গ বিজেপির নেতারা দিল্লিতে গিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবদার জুড়ে দিয়েছিলেন যে ২০২৪ সালের লোকসভার জন্য একটা ভাল শ্লোগান(Slogan) চাই। কিন্তু সেই শ্লোগান দেওয়া তো দূরের কথা, পদ্মশিবিরের দিল্লির নেতারা উল্টে বঙ্গ বিজেপি নেতাদেরই পাল্টা কর্মসূচি ধরিয়ে দিয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। আর সেই কর্মসূচি হল ২০১৪ সালের আগেই বাংলার ৮০ হাজার বুথের(Booth) প্রত্যেকটিতে নূন্যতম ৩০জন করে দলীয় কর্মীর সংগঠন(Party Organization) তৈরি করতে হবে। সব মিলিয়ে ২৪ লক্ষ কর্মীর সংগঠন গড়তে বলা হয়েছে তাঁদের। আর এখানেই মাথায় হাত পড়েছে বঙ্গ বিজেপির নেতাদের। যে রাজ্যে পদ্মশিবিরের ১ লক্ষ কর্মীও নেই সেখানে ২৪ লক্ষ কর্মী কোথা থেকে আসনে তা ভেবেই নাকি এখন তাঁদের মাথায় হাত পড়ে গিয়েছে বলে বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন সাকেত গ্রেফতারির পরেই বদলাচ্ছে তৃণমূলের নীতি

বস্তুত ২৪ লক্ষ দলীয় কর্মী জোগাড় করা যে চাট্টিখানি কথা নয়, সেটা যে কোনও রাজনৈতিক দলের নেতারাই মানবেন। খোদ বাংলার এখনকার শাসকদল তৃণমূল কংগ্রেসেরও ২৪ লক্ষ কর্মী আছে এমন কথা তাঁরাও জোর গলায় দাবি করতে পারেন না। সেই জায়গায় নিত্যদিন যে দল থেকে নেতাকর্মীরা বেড়িয়ে যাচ্ছেন, সাংসদ থেকে বিধায়কেরা শাসক শিবিরে চলে আসছেন সেখানে কোথা থেকে ২৪ লক্ষ কর্মী আসবে সেটা ভেবেই পাচ্ছেন না পদ্মশিবিরের নেতা থেকে অনান্য রাজনৈতিক দলগুলির নেতারাও। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ১৮জন সাংসদ পেয়েছিল। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। ৫ বছর আগে জেতা ১৮টি আসনের মধ্যে ১টি আসনও এবারে ধরে রাখা যাবে কিনা তা জোর গলায় এই মুহুর্তে কেউ বলতে পারবেন না। কেননা পাহাড় হোক কী সমতল, জঙ্গল হোক কী শহর, সর্বত্রই বিজেপিতে ভাটা পড়ে গিয়েছে। খোদ আরএসএস নেতৃত্বও জোর গলায় বলতে পারছেন না যে বাংলা থেকে জিতে কেউ সাংসদ হবেন পদ্মশিবিরের। সেখানে ২৪ লক্ষ কর্মীর এই কর্মসূচি কার্যত বঙ্গ বিজেপি নেতৃত্বকেই যে অসম্ভবকে সম্ভব করে তোলার দিকে ঠেলে দেওয়া সেটা এখন সবাই বুঝতে পারছেন।

আরও পড়ুন মোদি নয় টাকা দেবে, কিন্তু ইটের যোগান দেবে কে! চিন্তা নবান্নের

তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, গতবারের জেতা ১৮টি আসন যে এবারে ধরে রাখা যাবে না সেটা বুঝেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপিকে নূন্যতম ৯টি আসনে জেতার লক্ষ্যমাত্রা একরকম ভাবে দিয়ে দিয়েছে। তারমধ্যে আছে বাংলার ৪ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আসন। অর্থাৎ নিশীথ প্রামাণিকের কোচবিহার, জন বার্লার আলিপুরদুয়ার, শান্তনু ঠাকুরের বনগাঁ, সুভাষ সরকারের বাঁকুড়া এই ৪টি আসন এবং এর সঙ্গে আরও ৫টি আসন। এই আসনগুলি হল রাজু বিস্তার দার্জিলিং, খগেন মুর্মুর উত্তর মালদা, জগন্নাথ সরকারের রানাঘাট, জ্যোতির্ময় সিং মাহাতোর পুরুলিয়া এবং লকেট চট্টোপাধ্যায়ের হুগলি। এই ৯টি আসনে যাতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ে যেতা যায় সেই লক্ষ্য কার্যত ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে ৯টি আসনে জেতা তো দূরের কথা বিজেপি ২০২৪ সালে বাংলা থেকে ৩টি আসনও জিততে পারবে কিনা সন্দেহ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত নম্বর লাগবে? জানিয়ে দিল পর্ষদ

‘দলের সবথেকে বেশি ক্ষতি করেছে’, কুণালকে তোপ জেলবন্দি পার্থর

শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে খোঁচা শশী পাঁজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর