এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সাকেত গ্রেফতারির পরেই বদলাচ্ছে তৃণমূলের নীতি

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী(Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দিল্লি সফরের মাঝেই রাজস্থানের জয়পুর থেকে তৃণমূলের(TMC) জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে(Saket Gokhale) গ্রেফতার করেছে গুজরাতের পুলিশ। সেই ঘটনা সবার আগে টুইট করে তুলে ধরেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। পরে এই ঘটনায় বিজেপিকে কার্যত তোপ দাগেন মমতার পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই প্রেক্ষাপটে বুধবার দিল্লিতে দলের সাংসদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থাকবেন অভিষেকও। সেই বৈঠকের সংসদে শীতকালীন অধিবেশনে তৃণমূলের ভূমিকা কী হবে তা ঠিক হতে চলেছে। অনেকেই মনে করেছিলেন, কেন্দ্র-রাজ্য সম্পর্ক যখন ফের ঠিক হচ্ছে তখন হয়তো তৃণমূল এবারে সংসদের শীতকালীন অধিবেশনে বিজেপি(BJP) তথা মোদি সরকারের(Modi Government) বিরুদ্ধে সেভাবে সরব হবে না। কিন্তু সেই পরিস্থিতি বদলেছে দুটি ঘটনার জেরে। এক, মোদি-মমতা বৈঠক না হওয়ার জেরে এবং অবশ্যই সাকেতের গ্রেফতারির পরে। আর তার জেরেই সংসদে তৃণমূলের রণনীতিতেও বদল আনা হবে বলেই জোড়াফুল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন এমন উন্মাদনা দেখেনি আজমের, শহরে মমতা ম্যানিয়া

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সাকেতের গ্রেফতারি ঘটনাকে ভালভাবে নেননি মমতা ও অভিষেক। এটা যে একতা পরিকল্পিত ষড়যন্ত্র সেটা এখন পরিষ্কার তৃণমূলের অন্দরে। আর তাই বিজেপি তথা মোদি সরকারকেও ছেড়ে কথা বলতে চাইছেন না বাংলার অগ্নিকন্যা। কার্যত সৌজন্যের সীমা বজায় রেখেই তৃণমূল এবারের সংসদের শীতকালীন অধিবেশনে মোদি সরকারের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক’ অবস্থান নিতে চলেছে বলেই সূত্রে জানা গিয়েছে। এদিন অর্থাৎ বুধবার থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এদিনই আবার দিল্লিতেই দলের সাংসদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা। সেখানেই দলীয় সাংসদদের সেই আক্রমণাত্মক রণনীতির আভাষ দেবেন মমতা। বৈঠকে হাজির থাকবেন দলের লোকসভা ও রাজ্যসভার সব সদস্যরাই। বাংলার প্রতি কেন্দ্রের ক্রমবর্ধমান বঞ্চনা যে আসলে ‘অর্থনৈতিক অবরোধ’ করার কেন্দ্রীয় কৌশল, সেই বিষয়টি এদিনের বৈঠকে দলের সাংসদের কাছে ব্যাখ্যা করবেন মমতা। সেই সঙ্গে ‘এজেন্সি-রাজ’ নিয়েও তিনি সরব হতে বলবেন দলের সাংসদদের। পাশাপাশি মোদি সরকারের একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত, যার অন্যতম জ্বালানির দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি রোধে ব্যর্থতার মতো ইস্যুগুলিকে সামনে রেখে কীভাবে সংসদের ভিতরে ও বাইরে ঝাঁঝ বাড়াতে হবে, সেই পন্থা নির্ধারণ করে দেবেন তৃণমূল সুপ্রিমো। এমনকী কংগ্রেসের প্রতি দলের মনোভাব কী হবে, তাও ঠিক হবে এদিনের বৈঠকে।

আরও পড়ুন ১২ লাখের বেশি পড়ুয়া পেতে চলেছে ‘সবুজ সাথী’র সাইকেল

মঙ্গলবার কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে আয়োজিত সর্বদলীয় বৈঠকে সাকেতের গ্রেফতারি প্রসঙ্গে  দলের অবস্থান স্পষ্ট করে দেন তৃণমূলের দুই কক্ষের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সামনেই তাঁরা স্পষ্ট জানান, ‘সাকেতকে গ্রেফতার করে বিজেপি এটা যেন বুঝে না নেয় যে সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল চুপ করে সব মেনে নেবে। সংসদে বিরোধীদের কথা সরকারকে শুনতেই হবে। অধিবেশনে বিষয়গুলি নিয়ে আলোচনাও করতে হবে।’ দিনের পর দিন কেন আটকে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গের পাওনা? সর্বদলীয় বৈঠকে সেই প্রশ্নও রাখেন সুদীপবাবু। তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগও তোলেন। সাকেত প্রসঙ্গে তিনি রাজনাথের উদ্দেশে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চলছে। এটা বন্ধ করতে হবে।’ মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব ইস্যুতেও সংসদে আলোচনা চেয়েছেন সুদীপবাবু। তবে সূত্রের দাবি, মোদি সরকারের নীতির বিরুদ্ধে বিরোধিতা দেখানো হলেও তা উচ্চগ্রামে নিয়ে যাওয়া হবে না। যে সৌজন্যের আবহ দুই দলের সম্পর্কে তৈরি হয়েছে তা ধরে রাখা হবে। সেই সঙ্গে তৃণমূলকে জাতীয় স্তরের রাজনীতিতে কংগ্রেসের বিকল্প হিসাবেই তুলে ধরে হবে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর