-273ºc,
Sunday, 4th June, 2023 10:32 am
নিজস্ব প্রতিনিধি: আরও সুন্দর করে সাজিয়ে তুলতে হবে বাংলার শহরগুলিকে(Bengal Towns)। এই কথা বেশ কয়েকবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর দেখানো সেই পথে হেঁটেই বাংলার ১০টি পুরসভার(Municipalities) জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim) হাতে থাকা পুর ও নগরোন্নয়ন দফতর এই অর্থ বরাদ্দ করেছে। বরাদ্দকৃত এই টাকা কোন খাতে খরচ হবে তা ওই পুরসভাগুলিই ঠিক করবে। যে ১০টি পুরসভাকে এই অর্থ দেওয়া হয়েছে তার মধ্যে আছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারি, নদিয়া জেলার কৃষ্ণনগর, হাওড়া জেলার উলুবেড়িয়া, হুগলি জেলার চাঁপদানি ও রিষড়া, মুর্শিদাবাদ জেলার বহরমপুর এবং বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। উত্তরবঙ্গের মাল, জলপাইগুড়ি ও কালিয়াগঞ্জও এই বরাদ্দের তালিকায় অর্থ পেয়েছে।
আরও পড়ুন ৩০২ কোটিতে ৬১৫টি রাস্তা, মমতায় মগ্ন হুগলি
রাজ্যের পুরনিগম বা বড় শহরগুলির তুলনায় ছোট ও মাঝারি পুরসভাগুলিতে আয় কম। তাই সৌন্দর্যায়নের কাজে তাদের রাজ্যের মুখাপেক্ষী থাকতে হয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই দশটি পুরসভাকে মোট ৯ কোটি ৭৪ লক্ষ ১৯ হাজার টাকা পাঠিয়েছে। পুরসভাগুলির সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এই টাকা সৌন্দর্যায়নের কাজে মূলত ব্যবহৃত হবে। কৃষ্ণনগর, মাল, বিষ্ণুপুরের মতো শহরগুলিতে পুরনো দিঘিগুলি বাঁধিয়ে তৈরি হবে ‘লাইট অ্যান্ড সাউন্ড’। এছাড়াও রাস্তা, আলো এবং নিকাশির কাজও করতে পারবে পুরসভাগুলি। একই সঙ্গে জানা গিয়েছে নিউটাউনের যে সব এলাকা পঞ্চায়েতের মধ্যে পড়ে গিয়েছিল সেই এলাকাগুলিকে পঞ্চায়েত থেকে বের করা কাজও শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে নিউটাউনকে পৃথক পুরসভার মর্যাদাও দেওয়া হবে।