এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাংলার ১৫টি শহর চলে এল 5G’র আওতায়, নেপথ্যে Airtel

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে Internet’র 5G পরিষেবা। এবার সেই পরিষেবার আওতায় চলে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার(Bengal) ১৫টি শহর ও শিল্পাঞ্চল এলাকা। সৌজন্যে Airtel। দেশের প্রতিটি কোণায় দ্রুততম নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে Jio এবং Airtel। সেই নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দিতে একের পর এক ফিচারপ্যাকড 5G ফোন বাজারে নিয়ে হাজির হচ্ছে একের পর এক মোবাইল সংস্থা। যেমন তার ফিচার্স, তেমনই স্পেসিফিকেশন। বাজারে মিলছে বহু বাজেটবান্ধব 5G ফোনও। সাধ্যের মধ্যেই সাধ মেটাবে যারা। কেউ যাতে 5G পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্য সমস্ত ব্যবস্থাই পাকা। এবার সেই বুলেট স্পিডের নেটওয়ার্কের আওতায় চলে এল বাংলার ১৫টি শহর ও শিল্পাঞ্চল এলাকা। কলকাতা এবং শিলিগুড়িতে আগেই পৌঁছে গিয়েছিল দ্রুততম ওই নেটওয়ার্ক। এবার সেই তালিকায় নাম লেখাল আরও ১৫টি জায়গা।

আরও পড়ুন পাহাড়ে প্রত্যাহার বনধ, স্বস্তিতে পরীক্ষার্থী থেকে পর্যটকেরা

বাংলার যে ১৫টি শহর Airtel’র 5G পরিষেবার আওতায় চলে এল তার মধ্যে আসছে বহরমপুর, ওল্ড মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, আলিপুরদুয়ার, দিনহাটা, কোচবিহার, ইসলামপুর থেকে শুরু করে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, মেদিনীপুর, খড়গপুরেও। বাদ যায়নি জলপাইগুড়ি ও দার্জিলিংও। পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম দার্জিলিং। এই হিল-স্টেশনের সৌন্দর্য উপভোগ করতে দেশবিদেশ থেকে প্রতিবছর ছুটে আসেন অসংখ্য পর্যটক। আর সেই কথা মাথায় রেখেই দার্জিলিং ও সংলগ্ন জায়গায় 5G পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে Airtel। আগেই শিলিগুড়িতে দ্রুততম এই নেটওয়ার্ক চালু হয়ে গিয়েছে। এবার দার্জিলিংয়েও পৌঁছে গেল সেই সুবিধা। পর্যটনের পাশাপাশি শিল্প ও শিক্ষাক্ষেত্রের দিকটাও মাথায় রেখেছে Airtel। খড়্গপুর আইআইটি-র খ্যাতি জগৎজোড়া। সেখানে নিত্যনতুন গবেষণার ক্ষেত্রকে আরও উর্বর করে তুলবে এই দ্রুততম নেটওয়ার্ক। পাশাপাশি জোর দেওয়া হয়েছে, আসানসোল, দুর্গাপুরের মতো শিল্পাঞ্চলের ওপরেও। Digital India গড়ার যে লক্ষ্যমাত্রা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi), তারই একটি ধাপ হিসেবেই এবার রাজ্যের কোণায় কোণায় দ্রুততম নেটওয়ার্ক নিয়ে পৌঁছে গেল Airtel।

আরও পড়ুন হাজার টাকারও কমে ফ্ল্যাট রাজারহাট নিউটাউনে

সকলেই জানেন, 5G এলে 4G-র তুলনায় খরচ বাড়তে চলেছে গ্রাহকদের। তবে আপাতত এই সব শহরগুলিতে এখন 5G পরিষেবার জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে না Airtel। পরে নিঃসন্দেহে দ্রুততম এই নেটওয়ার্কের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হবে ইউজারদের। তবে এখন সেসব ছাড়াই এখনকার চেয়ে অন্তত 20-30 গুণ স্পিডে 5G নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন এয়ারটেল গ্রাহকেরা।আর তার জন্য সিম বদলের দরকার নেই মোটেও। তবে আপনার ফোনটিকে 5G সাপোর্টেড হতেই হবে। আপনার এলাকায় 5G পরিষেবা চালু হয়েছে কিনা তা আপনি চেক করতে পারবেন এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে গিয়ে। কীভাবে এয়ারটেল 5G ফোনে এনেবল করবেন, সে সংক্রান্ত সমস্ত নির্দেশিকাও পেয়ে যাবেন ওই অ্যাপটিতেই। সুপারফাস্ট কলিং থেকে গেমিং, হাই ডেফিনেশন ভিডিয়ো স্ট্রিমিং কিংবা চোখের নিমেষে ফটো বা ফাইল আপলোডের মতো সুবিধা পেতে পারেন এবার Airtel 5G-র মাধ্যমেই। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাত পোহালেই মাধ্যমিকের ফল ! কীভাবে জানবেন রেজাল্ট

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বন্ধ লেজার লাইট

তীব্র গরমে বাড়ছে লোডশেডিং, নাজেহাল অবস্থা আমজনতার

‘মানুষ ঠিক করে নিন, কে প্রকৃত প্রার্থী’, কুণালের মন্তব্যে নয়া বিতর্ক

প্রখর রোদে ভোট প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ সোহম, এখন কেমন আছেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর