এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Registry বিয়েতেও বাধ্যতামূলক Biometric

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আগেই। এবার তা লাগু করার সময়। Registry Marriage’র ক্ষেত্রে বাংলায়(Bengal) বাধ্যতামূলক হয়ে যাচ্ছে Biometric। চার হাত এক করতে এখন থেকে লাগবে হবু দম্পতির যে কোনও একজনের আঙুলের Biometric ছাপ। Registry বিয়ের জন্য আবেদনের সময় হবু দম্পতির যে কোনও একজনের সেই ছাপ লাগবে। Registry বিয়ের সইসাবুদের সময় দম্পতির পাশাপাশি ৩ জন সাক্ষীরও Biometric ছাপ নিতে হবে মেশিনের মাধ্যমে। সামনেই টানা বিয়ের মরশুম। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার এই নিয়ম লাগু করে দিল।

বিগত বছরগুলিতে এমন বহু ঘটনা সামনে এসেছে, যেখানে পাত্র বা পাত্রীর ভুয়ো স্বাক্ষরের ওপর ভিত্তি করেই বিয়ের Registry হয়ে গিয়েছে। এমনকী, সংশ্লিষ্ট পোর্টালে ভুয়ো ছবি দেওয়ার পরও Marriage Certificate পেয়ে গিয়েছেন অনেকে। এসব সমস্যা এড়াতেই Biometric বাধ্যতামূলক করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আরও জানা গিয়েছে, এতদিন বিয়ের Registry’র বৈধতা প্রমাণের জন্য সম্পূর্ণভাবে নির্ভর করতে হতো Registry’র সময় দেওয়া সই, ছবি এবং অন্যান্য তথ্যের ওপর। Registry নিয়ে সমস্যা হলে বা পরবর্তীকালে কেউ তা চ্যালেঞ্জ করলে জমা দেওয়া ছবির Forensic Report আনাতে হতো। রাজ্যের তথ্যভাণ্ডারে দম্পতি ও সাক্ষীদের Biometric থাকলে এই সমস্ত ঝক্কির কোনও দরকারই পড়বে না।

নবান্ন সূত্রে এটাও জানা গিয়েছে, যে চলতি বছরের ১ নভেম্বর থেকেই এই নিয়ম লাগু হয়ে গিয়েছে। রাজ্য আইন দফতরের Registrar General Marriage Office’র নির্দেশে এই নয়া নিয়ম চালু হয়েছে। ফলে আগামী দিনে যে কোনও Registry বিয়ের ক্ষেত্রেই এই নয়া নিয়ম কার্যকর হবে। সেই নিয়ম লাগু করতে যাতে কোনও সমস্যা না হয় তারভ জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও ইতিমধ্যেই গড়ে তুলেছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে এক হাজার ম্যারেজ Marriage Registrar’র কাছে পৌঁছে দেওয়া হয়েছে Biometric Machine। আবেদনের সময় ওই যন্ত্রে আঙুলের ছাপ নিয়ে নেবেন Marriage Officer-রা। তার জন্য Registry’র আগেই দু’জনের মধ্যে অন্তত একজনকে উপস্থিত থাকতে হচ্ছে। এর ফলে অনিয়ম বা ভুয়ো তথ্য দেওয়ার প্রবণতা কমে যাবে।

Special Marriage Act অনুযায়ী বিয়ের Registry হলে সমস্ত তথ্য এবং নথি সমেত আবেদন করতে হয় ৩০ দিন আগে। আর Hindu Marriage Act অনুযায়ী Registry হলে আবেদনের তারিখ থেকে ৭ দিনের মধ্যে তা হয়ে যায়। উভয় ক্ষেত্রেই Biometric সংক্রান্ত এই নিয়ম লাগু হয়েছে। এখন থেকে Marriage Certificate বা বিয়ের শংসাপত্রে আঙুলের ছাপের কোনও ছবি থাকবে না। সেই সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজ্যের তথ্যভাণ্ডারকেও সুরক্ষিত করা হয়েছে। আধার সংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্যও রাখা হয়েছে একই ব্যবস্থা। শুধু তাই নয়, নির্দিষ্ট Marriage Officer ছাড়া অন্য কোনও ব্যক্তি যাতে ওই Biometric Machine না ব্যবহার করতে পারে, সেই দিকটি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। নির্দিষ্ট Marriage Officer’র আঙুলের ছাপ ছাড়া চালুই হবে না মেশিন। একবার চালু হলে ওই মেশিন মাত্র ৩০ মিনিট সক্রিয় থাকবে। ফের সেই Marriage Officer-কেই আঙুলের ছাপ দিয়ে চালু করতে হবে যন্ত্রটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

বিধান ভবনে খাড়গের ছবিতে কালি, অধীরের কাছে রিপোর্ট তলব কংগ্রেস হাইকম্যান্ডের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর